বিমানবন্দরে পাসপোর্ট হারিয়ে যেতে পারেননি দুবাই, অতঃপর যা ঘটলো

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী। বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে গত ১৯ ফেব্রুয়ারি দেশে আসেন তিনি। ২৮ ফেব্রুয়ারি দুবাই ফিরে যাওয়ার কথা ছিল তার। তবে যাওয়া হয়নি তোফাজ্জলের। ফেরার জন্য ব্যাগ গোছাতে গিয়ে দেখেন তার পাসপোর্টটি নেই। দুশ্চিন্তায় পড়ে যান তোফাজ্জল।
দুবাই থেকে ফেরার সময় বিমানবন্দরের কোনো এক জায়গায় পাসপোর্টটি হারিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেন তিনি।
এরপর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করেন তোফাজ্জল হোসেন। বিমানবন্দর কর্তৃপক্ষে তার আশঙ্কা আমলে নিয়ে খোঁজ শুরু করে।
আর তাতে শেষ পর্যন্ত আশঙ্কাই সত্য হয়েছে। সিসিটিভি ফুটেজ ঘেঁটে তোফাজ্জল হোসেনের পাসপোর্টটি উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার (১ মার্চ) দুপুরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা শাখার সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খোয়া যাওয়া পাসপোর্টটি তোফাজ্জলের হাতে তুলে দেন।
ঘটনার বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “সম্ভাব্য কয়েকটি পয়েন্টের সব সিসিটিভি ফুটেজ যাচাই করে পাসপোর্টটি পাওয়া গেছে। এ কাজে প্রচুর সময় দিতে হয়েছে। পাসপোর্ট ফিরে পেয়ে তোফাজ্জল হোসেন দারুণ উচ্ছ্বসিত। এখন তিনি দুবাইয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।”
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন