বিমানবন্দরে লাঞ্ছনার ঘটনাকে ভুল বোঝাবুঝি বললেন মুমিনুল
বিমানবন্দরে লাঞ্ছনার শিকার মুমিনুল হক। বড় দুঃখ পেয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজের স্ট্যাটাসে এ খবর নিশ্চিত করেছিলেন বাংলাদেশের এ টেস্ট ব্যাটসম্যান। কিন্তু সকালের এ সুর মিলিয়ে গেল দুপুরে। আনুষ্ঠানিক কোনও বক্তব্যে নয়, আবারও ফেসবুকের ওই পেজে মুমিনুল জানালেন ভুল বোঝাবুঝির কারণে তৈরি হয়েছিল ওই অপ্রীতিকর পরিস্থিতি।
ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্ট না খেলেই পাঁজরের চোটে নিউজিল্যান্ড থেকে আগেই ঢাকায় ফেরেন মুমিনুল। জানা গেছে, ঢাকায় কয়েকদিন কাটানোর পর শুক্রবার নিজের বাড়ি কক্সবাজারে যাওয়ার আগে বিমানবন্দরে লাঞ্ছনার শিকার হন তিনি। কেন এ ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাকে, এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এনিয়ে কোনও ধরনের আনুষ্ঠানিক অভিযোগ মুমিনুলের কাছ থেকে পাওয়া না গেলেও শুক্রবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘আজ খুব লাঞ্ছিত হয়েছি এয়ারপোর্টে। বাংলাদেশ আনসাররা খুব খারাপ ব্যবহার করেছে।’ কক্সবাজারের বিমান ধরার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এ ব্যাটিং তারকা। সেখানেই আনসার বাহিনীর দুর্ব্যবহারের মুখে পড়েন তিনি। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে কোনও আনুষ্ঠানিক অভিযোগ তিনি করেছেন কি না নিশ্চিত হওয়া যায়নি। এমনকি মুমিনুলের সঙ্গে বাংলা ট্রিবিউনের প্রতিবেদক ফোনে যোগাযোগ করতে চাইলেও তিনি কথা বলেননি। পরে বিস্তারিত বলবেন বলে ফিরতি খুদে বার্তা পাঠান তিনি।
তবে কয়েক ঘণ্টা পর তার ফেসবুক পেজ থেকে লাঞ্ছনা হওয়ার পোস্টটি মুছে ফেলেন মুমিনুল। এরপর দুপুর ৩টায় আবার ফেসবুকের দ্বারস্থ হয়ে সর্বশেষ তথ্য জানান তিনি। যেখানে আনসার বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এ ব্যাটসম্যান, ‘বিমানবন্দরে আজ ছোট একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। বাংলাদেশ আনসার কর্তৃপক্ষকে তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য অশেষ ধন্যবাদ।’ তবে এখন পর্যন্ত মুমিনুলের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন