বিমানেই নাচলেন বিমানবালারা, তবে…
বছর দুয়েক আগে হোলির দিন মাঝ আকাশে বিমানের মধ্যে যাত্রীদের বিনোদনে নেচেছিলেন ভারতের স্বল্পবাজেটের বিমান সংস্থা স্পাইসজেটের বিমানবালারা। সেই বিমানবালাদের অবশ্য পরে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ভারতের বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ) তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। খুব সামান্য হলেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সম্প্রতি জেটের একটি বিমানে মাঝ আকাশে বিমানবালাদের ঘোষণা করার মাইকে গান গেয়েছিলেন সোনু নিগম। সে ক্ষেত্রেও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ডিজিসিএ।
সেই সব ঘটনা থেকে শিক্ষা নিয়েছে স্পাইসজেট। বুধবার হোলি উপলক্ষে দিল্লি-গোয়া বিমানে বিমানবালারা হোলির গানের সঙ্গে নাচলেন বটে, তবে তখন বিমান মাটিতেই দাঁড়িয়ে।
স্পাইসজেটের এক কর্মকর্তা এ দিন দিল্লি থেকে বলেন, ‘ডিজিসিএ-এর সেই ঘটনার কথা মনে আছে। এ বার ডিজিসিএ’র সঙ্গে এ নিয়ে আমাদের কথাও হয়েছে। বিমানে যাত্রীরা উঠে যাওয়ার পরে, বিমানটি দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিমানের ভিতরে বিমানবালারা নেচেছেন। তাতে আপত্তি করেনি ডিজিসিএ।’
ওই ফ্লাইটে যাত্রীদের কপালে চন্দনের টিকা পরিয়ে দোলের বিশেষ টুপি উপহার দেওয়া হয়েছে।
স্পাইসজেট জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার স্পাইসজেটের সমস্ত ফ্লাইটে যাত্রীদের হোলি উপলক্ষে একটি করে স্টিকার উপহার দেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন