বিমানের নতুন চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী

রাষ্ট্রীয় বিমান পরিবহণ সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের’ নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীনকে (অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব) অব্যাহতি দেয়া হয়েছে।
রবিবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে আব্দুল মুয়ীদকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৫ আগস্ট বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাহিদুল ইসলাম ভূঞাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করে সরকার।
উল্লেখ্য, ২০০১ সালে সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল মুয়ীদ চৌধুরী। এছাড়াও ৩৩ বছরের কর্মজীবনে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন