বিমানে স্বামীর পরকীয়ার কথা জেনে স্ত্রীর তুলকালাম, জরুরি অবতরণ
পর্যটন স্বর্গখ্যাত বালি দ্বীপে বিমানে চেপে সপরিবারে ঘুরতে যাচ্ছিলেন ইরানি এক দম্পতি। বিমানের মধ্যে হঠাৎ করে স্বামীর মোবাইল ফোন চলে আসে স্ত্রীর কাছে। মোবাইল নাড়াচাড়া করতে গিয়ে সন্দেহজনক কিছু খুঁজে পান স্ত্রী। বুঝতে পারেন পরকীয়ায় আসক্ত তার স্বামী।
স্বামীর এহেন কাজ দেখে রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না স্ত্রী। বিমানেই শুরু হয়ে যায় দুজনের মধ্যে তুমুল ঝগড়া। স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে শেষ পর্যন্ত জরুরি অবতরণ করতে বাধ্য হয় সেই বিমান। এর আগে অসুস্থ যাত্রীর চিকিৎসার প্রয়োজনে বিমান ফিরিয়ে আনার ঘটনা অনেকবারই ঘটেছে। তবে দাম্পত্য কলহের জেরে বিমানকে ফিরিয়ে আনার ঘটনা সম্ভবত এই প্রথম।
ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে। তাতেই সপরিবার সওয়ার হয়েছিলেন ওই ইরানি দম্পতি। নির্ভেজাল পারিবারিক ছুটি কাটাতে বালি দ্বীপে যাচ্ছিলেন তারা। কিন্তু হঠাৎই তালভঙ্গ। ভয়ংকর চিৎকারে আশপাশের সমস্ত যাত্রীর ঘুম ভাঙিয়ে আচমকাই ঝগড়া শুরু করলেন দুজনে। ঘটনায় হকচকিয়ে যান অন্য বিমানযাত্রীরাও। তবে কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয় ঝগড়ার কারণ।
জানা যায়, ওই মহিলা স্বামীর মোবাইল ফোন ঘেঁটে তার বিবাহ বহির্ভূত সম্পর্কের খোঁজ পেয়েছেন। আর তাতেই অমন অগ্নিমূর্তি তার। রাগে বেসামাল ওই মহিলাকে সামলাতে ছুটে আসেন বিমান সেবিকারা। আশপাশের যাত্রীরাও তাকে শান্ত হতে বলেন। কিন্তু তাতে লাভ হয়নি কিছুই। উল্টো তাদেরই দু’কথা শুনিয়ে দেন ঐ নারী।
ঘটনা প্রসঙ্গে বিমান সেবিকারা জানিয়েছেন, স্বামীর সঙ্গে বিবাদ চরমে পৌঁছালে ওই মহিলাকে সামলানো অসম্ভব হয়ে পড়ে। শেষে বিমান ভারতের চেন্নাই ফেরানোর সিদ্ধান্ত নেন পাইলট। ঠিক করেন, তাদের বিমান থেকে নামিয়ে তারপরই গন্তব্যে পাড়ি দেবে বিমান। কিন্তু ততক্ষণে দোহা থেকে বালিগামী ওই বিমান মাঝপথে। নিকটবর্তী বিমানবন্দর বলতে চেন্নাই। শেষপর্যন্ত বিমানের মুখ ঘুরিয়ে অন্য পথে এসে চেন্নাই বিমানবন্দরে কলহকারী দম্পতিকে নামিয়ে আবার বিমান পাড়ি দেয় বালির উদ্দেশে।
সূত্র: সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন