বিমান থেকে নেমে ট্রেনে উঠে প্রবাসী খুন!
গাজীপুরে রেললাইনের পাশ থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী রেললাইনের পাশে ট্রেনে আংশিক কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে থানা পুলিশের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় রেললাইনের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে জনতা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ওই সময় স্থানীয় কিছু লোক নিহতের পরিচয় বের করেন। জানা যায়, সিরাজগঞ্জের বাসিন্দা মালয়েশিয়াপ্রবাসী সফিকুল ইসলামের মরদেহ এটি।
স্বজনদের সূত্রে দেলোয়ার হোসেন জানান, নিহত সফিক ১০ বছর ধরে মালয়েশিয়া ছিলেন। গত রাতে শাহজালাল বিমানবন্দরে নেমে বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনে চেপে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি।
স্বজনরা জানিয়েছেন, আজ মঙ্গলবার ভোরের দিক থেকে সফিকুলের মোবাইলে কল ঢুকছিল না। পরে স্বজনরা পুলিশ ও রেল পুলিশে খবর দেন। পরিবারের দাবি, সফিকুলের সর্বস্ব কেড়ে নিয়ে তাঁকে ট্রেন থেকে ফেলে হত্যা করেছে ছিনতাইকারীরা।
এদিকে, নিহত শফিকুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন
মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন