বিমান পরিবহন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খসড়া অনুমোদন
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমান পরিবহন নিয়ে একটি চুক্তির খসড়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিমান পরিবহন’ শীর্ষক চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রস্তাবটি উপস্থাপন করে।
এ সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘এই চুক্তি সম্পাদিত হলে যুক্তরাষ্ট্রের সব ধরনের বিমান বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বিমানও যুক্তরাষ্ট্রে যাবে। বৃহত্তর স্বার্থে ২০১৩ সাল থেকে এই চুক্তি সম্পাদনের লক্ষ্যে কাজ শুরু করে সরকার।’
চুক্তিটি সম্পাদিত হলে দুই দেশের মধ্যে যোগাযোগ আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সচিব।
পাট আইন
এ ছাড়া বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপস্থাপিত ‘পাট আইন, ২০১৬’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।
এ সম্পর্কে সচিব বলেন, এটি একটি পুরোনো আইন। আগে এ আইন লঙ্ঘন করলে কেবল শাস্তির কথা বলা ছিল। কিন্তু কী শাস্তি হবে, তা বলা ছিল না। সংশোধিত আইনে শাস্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে। কেউ যদি পাট আইন লঙ্ঘন করে, তাহলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান সংযুক্ত করা হয়েছে। এর ফলে পাটের ব্যবহার বাড়বে বলেও জানান সচিব।
এ ছাড়া আজকের বৈঠকে বেশ কয়েকজন মন্ত্রীর বিদেশ সফর সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন