বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ
বাংলাদেশ বিমান বাহিনীর ১০০তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান আজ বুধবার বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ বিমান বাহিনীর ১৩ জন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন, বাংলাদেশ নৌবাহিনীর একজন, নাইজেরিয়ান বিমান বাহিনীর একজন এবং শ্রীলংকা বিমান বাহিনীর একজন কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ রাজীউর রহমান ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। শততম কোর্স উপলক্ষে বিমান বাহিনী প্রধান বিগত এক থেকে ৭১তম কোর্সের প্রথম স্থান অধিকারী কর্মকর্তাদের মাঝেও বিমান বাহিনী প্রধান ট্রফির ‘রেপ্লিকা’ হস্থান্তর করেন।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান তার ভাষণে এই কোর্সে ছাত্র-অফিসার পাঠানোর জন্য সংশ্লিষ্ট দেশের সরকারকে ধন্যবাদ জানান এবং আশা করেন, ভবিষ্যতেও তারা ছাত্র-অফিসার পাঠানো অব্যাহত রাখবেন। এর আগে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি ও কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মাখলুকার রহমান খান, তাদের স্বাগত ভাষণে এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্সসমূহের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান বাহিনীর সাবেক প্রধানগণ, ঢাকায় নিযুক্ত শ্রীলংকান হাইকমিশনার, ভারত ও মায়ানমারের ডিফেন্স অ্যাটাশে, কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক অধিনায়কগণ, বিমান বাহিনী ঘাঁটি বাশার ও ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার অধিনায়কগণ ও বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপকবিস্তারিত পড়ুন
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের স্বর্ণের দামবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়কবিস্তারিত পড়ুন