বিমান বিধ্বস্তে নিহত ৪০ যাত্রীর মধ্যে ছিলেন সূফি সংগীতশিল্পী জুনায়েদ জামশেদ
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের(পিআইএ) বিধ্বস্ত বিমানটির ৪০ যাত্রীর মধ্যে দেশটির প্রখ্যাত সূফী সংগীতশিল্পী ও তাবলিগ জামাতের অন্যতম কর্মী জুনায়েদ জামশেদ ও তার পরিবার ছিলেন। এখন পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর ডন নিউজ।
বুধবার দুপুর সাড়ে তিনটায় পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর চিত্রল থেকে ইসলামাবাদের উদ্দেশে রওয়ানা হয় বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরই অ্যাবোটাবাদ জেলার হাভেলিয়ান শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
চিত্রল বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছেন, পাকিস্তানের প্রখ্যাত সূফি সংগীতশিল্পী ও ধর্মপ্রচাকারী জুনায়েদ জামশেদ এবং তার পরিবার, চিত্রালের উপ-কমিশনার ওসামা ওয়ারিচ ফ্লাইটটিতে ছিলেন। ধারণা করা হচ্ছে, সবাই মারা গেছেন।
জুনায়েদ জামশেদ চিত্রলে একটি তাবলিগ জামাতে যোগদান শেষে ইসলামাবাদে ফিরছিলেন। পথিমধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। আগামী শুক্রবার পার্লামেন্ট মসজিদে তার ধর্মীয় বয়ান দেয়ার কথা ছিল। তিনি পাকিস্তান তাবলিগ জামাতের একজন অন্যতম সদস্য।
আশি এবং নব্বইয়ের দশকে পাকিস্তানের একজন নামকরা রক সংগীতশিল্পী ছিলেন। তিনি ভাইটাল রক গ্রুপের প্রধান ভোকাল ছিলেন। পরে তিনি এককভাবে সংগীতচর্চা শুরু করেন। তার বেশ কয়েকটি অ্যালবাম জনপ্রিয়তা শীর্ষে ছিল।
একজন সরকারি কর্মকর্তা ঘটনাস্থল থেকে জানান, বিমানে থাকা কারো বেঁচে থাকার সম্ভাবনা কম।
তাজ মোহাম্মদ খান নামে স্থানীয় ঐ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সবার দেহ পুড়ে গেছে। কারো চেহেরা শনাক্ত করা যাচ্ছে না। বিমানটির ধ্বংসাবশেষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে।
খান একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বিমানটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। মাটিতে পড়ার আগেই বিমানটিতে আগুন জ্বলে ওঠে।
জুম্মা খান নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা যে লাশগুলো উদ্ধার করেছি তা পুড়ে গেছে। কাউকে চেনা যাচ্ছে না। কে নারী, কে পুরুষ তা লাশ দেখে শনাক্ত করা যাচ্ছে না। শুধু হাত-পা বুঝা যাচ্ছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন