বিরতির পর আবারো চঞ্চল-সারিকা

দর্শকপ্রিয় মডেল অভিনেত্রী সারিকা তিন বছর পর আবারো অভিনয়ে ফিরেছেন। আর তাই এখন সংসারজীবনের পাশাপাশি তাকে অভিনয়েও বেশ ব্যস্ত থাকতে হচ্ছে। বিশেষত ঈদুল আজহার আগপর্যন্ত তাকে একের পর এক নাটক-টেলিফিল্মে শুটিং করা নিয়ে খুবই ব্যস্ত থাকতে হবে। এরই মধ্যে তিনি তার প্রত্যাবর্তনের নাটকে অভিনয়ের কাজ শেষ করেছেন। এবার তিনি বেশ কয়েক বছর পর আবারো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীর সাথে অভিনয় করলেন। নাটকের নাম একজন জাদুকর।
নাটকটি রচনা করেছেন ইসরাফিল বাবু এবং নির্মাণ করেছেন কৌশিক শংকর দাশ। গত শুক্রবার নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটির মূল বিষয়বস্তু প্রসঙ্গে কৌশিক বলেন, ‘আমরা এখন প্রায়ই বলতে শুনি, মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই। কিন্তু বিষয়টি আসলে তা নয়। মানুষের মধ্যে এখনো মনুষ্যত্ব আছে। কিন্তু মানুষ তা অনেক সময়ই প্রকাশ করে না। সত্যি বলতে কি, আমরা খারাপ হয়ে যাইনি। মানুষের মাঝে যে এখনো মনুষ্যত্ব আছে তাই এই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।’
এতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘একজন জাদুকর নাটকে আমি চারটি চরিত্রে অভিনয় করেছি। চারটি চরিত্রের উপস্থিতি হয়তো খুব বেশি না, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কৌশিক দাদা সব সময়ই ভালো কাজ করেন। এটা তারই নতুন প্রয়াস। সারিকার সাথে বলা যায় চার বছরের বেশি সময় পর কাজ করেছি। অভিনেত্রী হিসেবে সারিকা খুবই ভালো একজন অভিনেত্রী। তার ফিরে আসাকে স্বাগত জানাই। অনেক ভালো কাজ হয়েছে আমাদের দু’জনের বিরতির পরের এ নাটকটি।’
সারিকা বলেন, ‘এর আগে আমি কৌশিকদার নাটকে কাজ করিনি। কিন্তু তার কাজের প্রতি আমার সব সময়ই ভালো লাগা ছিল। তার নির্দেশনায় কাজ করে খুবই ভালো লেগেছে। ভিন্নধর্মী গল্পের এ নাটকটি দর্শকপ্রিয় হবে।’
কৌশিক শংকর দাশ বলেন, ‘সারিকাকে নিয়ে এবার আমার প্রথম কাজ করা। অভিনয়ে খুব ম্যাচিউরিটি এসেছে তার। সময়মতো সেটে আসা ও কাজের প্রতি একনিষ্ঠতা আমাকে মুগ্ধ করেছে। আর চঞ্চল সব সময়ই ভালো অভিনয় করেন, যার প্রমাণ দর্শক পেয়েছেন বারবার।’
পরিচালক কৌশিক শংকর দাশ জানান, আসছে ঈদে চ্যানেল আইতে একজন জাদুকর নাটকটি প্রচার হবে। উল্লেখ্য, এই নাটকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু। কৌশিক শংকর দাশের নির্দেশনায় চঞ্চল চৌধুরী সর্বশেষ বাদলও বরিষণে এবং সবজান্তা ভালোবাসা নাটকে অভিনয় করেন। চঞ্চল ও সারিকা সর্বশেষ প্রায় চার বছর আগে গোলাম সোহরাব দোদুলে নির্দেশনায় একটি নাটকে কাজ করেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন