বিরাটের জন্য আবারও বিড়ম্বনায় আনুশকা
তরতর করে এগিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। সিনেমা ক্যারিয়ারে তেমন বিপত্তিতে না পড়লেও, ব্যক্তিগত কারণে বিড়ম্বনার শিকার হচ্ছেন প্রায়শ।
আনুশকার প্রেমিক ক্রিকেটার বিরাট কোহলি। আর তার বিড়ম্বনার কারণও তিনি। বিরাটের বাজে খেলার জন্য বার বার দায়ি করা হচ্ছে ‘ব্যান্ড বাজা বারাত’ অভিনেত্রীকে।
শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে হারে ভারতীয় দল। ওই খেলায় বিরাট ৬ হাকালে আনুশকা উৎফুল্ল হয়ে উঠেন। যা বিশ্ববাসী টেলিভিশনের মাধ্যমে দেখেছেন। কিন্তু এ হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের বলেই ক্যাচ আউট হন বিরাট। আর প্রেমিকের বাজে খেলার দোষ পড়ে আনুশকার ঘাড়ে। ব্যস! টুইটারে শুরু হয়ে যায় আনুশকার নিন্দা।
এর আগে চলতি বছর অনুষ্ঠিত বিশ্বকাপ সেমি ফাইনালে আনুশকার উপস্থিতিকে দায়ি করা হয় বিরাটের বিপর্যয়ের জন্য। এর পর ভারতীয় দলের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় আনুশকার উপর হামলে পড়ে। এমনকি তার পোস্টারও পুড়িয়ে দেয়।
আগের মতো এবারই অনেকেই দাঁড়িয়েছেন আনুশকার পক্ষে। তারা টুইটে জানান, বিরাটের বাজে খেলার সঙ্গে আনুশকার উপস্থিতির কোনো সম্পর্ক নেই।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন