বিরাট-আনুশকার মধ্যে দূরত্ব চলে আসার নেপথ্যে…
বর্তমান সময়ে ভারতে বহুল আলোচিত জুটি হলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। তবে, বাজারে গুঞ্জন, আবারও ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ও বলিউড তারকার সম্পর্কের মধ্যে ফাঁটল ধরতে শুরু করেছে।
কিন্তু কি এর নেপথ্য কারণ? সেই কারণটা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। তারা জানিয়েছে, বিরাট কোহলি বলিউডের এই অভিনেত্রীকে সবসময়ে চোখে চোখে রাখতে চান। আর খুব দ্রুত বিয়ে করতে আগ্রহী কোহলি।
অন্যদিকে, আনুশকা এখন নিজের বলিউড ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত যে অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই। এখনই বিয়ে করার পক্ষপাতী নন সুলতান-খ্যাত এই নায়িকা। আর এটাই নাকি যাবতীয় সমস্যার মূল কারণ। সেই জন্যই দু’জনের মধ্যে বেড়ে গিয়েছে দূরত্ব।
আর সেই দূরত্বটা এতটাই যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলাকালীন গ্যালারিতেও নেই আনুশকার উপস্থিতি। তবে, কি ব্রেক-আপই হতে চলেছে এই জনপ্রিয় জুটির?
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন