রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিরাট এক বোঝা নেমে গেলো : সানি

আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তাসকিন-সানি

৯ মার্চ অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন তাসিন আহমেদ এবং আরাফাত সানি। এরপর থেকেই তাদের দুনিয়া অন্ধকার। এক বুক আশা নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন চেন্নাইয়ে। সেখান থেকে যে রিপোর্ট এলো তাতে করে দু’জনেরই পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার কথা। আশা-পাশের দুনিয়া হয়ে গিয়েছিল অপরিচিত। অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ।

এরপর অবশ্য হাল না ছেড়ে তাসকিন-সানি নেমে পড়েন অ্যকাশন শোধরানোর কাজে। টানা আট মাস কঠোর পরিশ্রমের পর অবশেষে আইসিসি অনুমোধিত ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দিয়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তারা দু’জনই।

‘বোলিং অ্যাকশন বৈধ’- এটা শোনার পর যেন আরাফাত সানির কাঁধের ওপর থেকে বিশাল একটি বোঝা নেমে গেলো। তিনি নিজেই জাগো নিউজকে বলেন, ‘খুব টেনশনে ছিলাম। কী হয় না হয়- এ চিন্তায় ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছিল। অবশেষে সুসংবাদটা শোনার পর মনে হচ্ছে কাঁধের ওপর থেকে বিশাল একটি পাথর নেমে গেলো।’

জাগো নিউজের সঙ্গে কথোপকথনের শুরুতেই তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, সু সংবাদটিই পেলাম। বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হওয়ার পর থেকেই যেন কাঁধের ওপর বিরাট এক বোঝা বসে ছিল। কী হবে না হবে তা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। অ্যাকশন পরীক্ষা দিয়ে আসার পর চিন্তা আরও বেড়ে যায়। আবার অিরতে পারবো কি পারবো না- তা নিয়ে। টেনশন কাজ করছিল, এবারের পরীক্ষায় হবে কি না- এটা নিয়েও। তবে এখন আমার বিশ্বাস, অ্যাকশন নিয়ে গত কিছুদিন ধরে যে কঠোর কঠোর পরিশ্রম করে গেছি, এখন তার ফল পেলাম।’

বৈধতার সার্টিফিকেট তো পেয়ে গেলেন। এখন কী করবেন আরাফাত সানি? কারন আফগানিস্তান এবং ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলের জন্য গঠিত ২০ জনের পুলে নেই তিনি। এ কারণে, ডান হাতি এই অফব্রেক বোলারের এখন একটাই লক্ষ্য, জাতীয় ক্রিকেট লিগ। এখানেই নিজের পরিবর্তিত বোলিং অ্যাকশনকে আরও ঝালিয়ে নিতে চান আরাফাত।

এমনকি ২০ জনের পুলে নিজের নাম না দেখেও খুব বেশি মন খারাপ হয়নি তার। কারণ সানির সব মনযোগই ছিল কেবল অ্যাকশন পরীক্ষায় পাশ করার দিকে। আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তাসকিন-সানি

জাগো নিউজকে তিনি বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে মাথা ঘামানোর চাইতে আমার কাছে পরীক্ষায় পাশ করাটাই ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে দিকেই বেশি মনোযোগি ছিলাম। আমার টোটাল ফোকাসটাই ছিলো পাস করা। আল্লাহর কাছে তৃতজ্ঞতা যে, আমি এ পরীক্ষায় পাশ করে আসতে পেরেছি। বিরাট বোঝা হালকা হয়েছে।’

এনসিলকেই যে লক্ষ্য বানিয়েছেন সেটা জানিয়ে আরাফাত সানি বলেন, ‘এখন আমার লক্ষ্য জাতীয় ক্রিকেট লিগ। এই লিগের দিকেই সব মনযোগ দিতে চাই। যদিও হোম সিরিজ বলে যে কোন সময় ডাক পেতে পারি; কিন্তু এসব নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছি না। এনসিএলেল দিকেই তাকিয়ে আছি। এখানে দীর্ঘ সময় বোলিং করতে পারলে, রানআপ এবং অ্যাকশনে যে পরিবর্তন এসেছে সেটাকে আরও ঝালিয়ে নিতে পারবো।’ আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তাসকিন-সানি

কী কী পরিবর্তন এনেছেন আরাফাত সানি? সে ব্যাখ্যাও জাগো নিউজের কাছে দিয়েছেন তিনি। সানি বলেন, ‘আগে আমার রানআপ বলতে ছিল, হেঁটে হেঁটে ডেলিভারি দিতাম। এখন এটা পরিবর্তন করেছি। নতুন রানআপ হচ্ছে, বোলিং মার্ক থেকে খানিকটা দৌড়ে ডেলিভারি দিই। আমার ব্যাকফুট ল্যান্ডিংটা ছিল প্যারালাল। এখনও সেটাই আছে।’

নতুন অ্যাকশনে বোলিংয়ে ধার কমে গেছে কি না? জানতে চাইলে সানি বলেণ=ন, ‘না সেরকম হওয়ার সম্ভাবনা নেই। আগে আমার বলটা স্কিড (বল উইকেটে পড়েই দ্রুতগতির হয়ে যেতো) করতো। এখন স্কিড করবে না। তবে, অ্যাকশন পরিবর্তনের কারণে উল্টা বাড়তি টার্ন পাচ্ছি। এখন মনে হচ্ছে, এই বাড়তি টার্নটা আমার জন্য আরও উপকারি হবে। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে আরও বিভ্রান্ত করতে পারবো।’

আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তাসকিন-সানি

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি