‘বিরোধীদলে থাকলে রসগোল্লা আর ক্ষমতায় গেলে সাংবাদিক খারাপ’
‘বিরোধীদলে থাকলে রসগোল্লা আর ক্ষমতায় গেলে সাংবাদিকরা খারাপ’। সোমবার জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে নবম ওয়েজ বোর্ডের দাবিতে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীসহ অন্য সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের ইঙ্গিত করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ বা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল যখন বিরোধীদলে থাকে তখন তাদের কাছে সাংবাদিকদের কদর খুব বেশি থাকে। মিছিল সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির নিউজ করাতে তারা সাংবাদিকদের অনুরোধ করে থাকেন। কিন্তু ক্ষমতায় এলে অনেকেই সেসব কথা ভুলে যান। তারা বিভিন্নজনের কাছে সাংবাদিকদের বিরুদ্ধাচরণ করেন।
ওমর ফারুক বলেন, মঙ্গলবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে নবম ওয়েজ বোর্ড গঠনের জন্য দ্রুত একজন বিচারপতি খুঁজে বের করবেন বলে আশ্বাস দিয়েছেন। তথ্যমন্ত্রীর অনুরোধে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ করা হয়নি। তবে আশ্বাসের বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে নবম ওয়েজবোর্ড গঠন ও ঘোষণার বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।
বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল নবম ওয়েজ বোর্ড দ্রুত গঠনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের রাজপথ থেকে ঘরে ফিরিয়ে নেয়ার বিষয়টি আপনার ওপর নির্ভর করছে। যত দ্রুত নবম ওয়েজ বোর্ড গঠন ও ঘোষণা করা হবে তত তাড়াতাড়ি সাংবাদিকরা রাজপথে আন্দোলন থেকে সরে দাঁড়াবেন।
তিনি নবম ওয়েজ বোর্ড গঠন ও ঘোষণার দ্রুত বাস্তবায়নে সরকারের বাধ্য করতে সবস্তরের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন কর্মসূচিতে সংক্রিয়ভাবে অংশগ্রণের আহ্বান জানান।
বিএফইউজের কার্যনিবাহী সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, তথ্যমন্ত্রী বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক রাজনীতি করলেও দাবি-দাওয়া পূরণে অ্যানালগ পদ্ধতিতে চলেন। তিনি সাংবাদিকদের বৈজ্ঞানিক উপায়ে ইনুকে সংক্রিয় করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেন।
সমাবেশের শেষপর্যায়ে বিএফইউজে মহাসচিব ওমর ফারুক কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ২৫ নভেম্বর নবম ওয়েজ বোর্ড গঠনের ঘোষণা দিতে হবে। যদি ঘোষণা করা না হয় তাহলে ২৭ নভেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করা হবে। ৩ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘাট পালন করা হবে।
এছাড়া ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি এবং ২০ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। আর ৩০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে ডিইউজে সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহানা শিউলী, সাংগঠনিক সম্পাাদক শাহজাহান মিঞা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান বাবু, দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, কার্যনির্বাহী সদস্য মাহমুদুর রহমান খোকন, বিএফইউজের কোষাধ্যক্ষ মধুসুদন মন্ডল, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, ডিআরইউ সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, সাব এডিটরস কাউন্সিলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিক, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি জেমস, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুনজ্জামান খান প্রমুখ বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন