বিল গেটস ঠিক কতটা ‘স্বার্থপর’?
কেবল অভিযোগ তুলেই ক্ষান্ত নন অভিযোগকারীরা, তাঁরা রীতিমতো হিসেব-নিকেশ দাখিল করে দেখাতে চাইছেন বিজনেস-সুপারম্যান বিল গেটসের ‘স্বার্থপরতা’র পরিমাপ।
মাইক্রোসফ্ট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস সম্পর্কে আক আজব অভিযোগ কিছুদিন হল সাইবার স্পেসে পাক খাচ্ছে। অভিযোগটি বেশ সরল। এর সারমর্ম— বিল গেটস নাকি একজন স্বার্থপর ব্যক্তি। কেবল অভিযোগ তুলেই ক্ষান্ত নন অভিযোগকারীরা, তাঁরা রীতিমতো হিসেব-নিকেশ দাখিল করে দেখাতে চাইছেন বিজনেস-সুপারম্যান বিল গেটসের ‘স্বার্থপরতা’র পরিমাপ।
তাঁদের মতে, বিল গেটসের প্রতি ঘণ্টার আয় ১.৩৮ মিলিয়ন মার্কিন ডলার। যা তাঁর সামগ্রিক তহবিলকে ৭০ বিলিয়ন ডলারের অঙ্কে তুলে দিয়েছে। কিন্তু তাঁর দানধ্যানের ব্যপারটাতেই খানিকটা প্রশ্নচিহ্ন থেকে গিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন মারফত তিনি মাত্র ২৬ মিলিয়ন ডলার দান করেছেন মানুষের উপকারার্থে। এর মধ্যে আবার ১০ বিলিয়ান ডলার আগামী ১০ বছরের ভ্যাকসিন-সংক্রান্ত গবেষণার জন্য সংরক্ষিত।
প্রশ্ন উঠছে, বিল তো আরও খানিকটা টাকা দান করতেই পারতেন। কিন্তু করলেন না কেন? বিল ও তাঁর স্ত্রী মেলিন্ডা কথা দিয়েছেন, তাঁদের লভ্যাংশের ৯৫ শতাংশ তাঁরা দাতব্য কাজে ব্যয় করবেন। এখানেও প্রশ্ন, কেন ৯৯ শতাংশ নয়? এখানেই শেষ নয়। প্রশ্ন আরও রয়েছে। বিল গেটসের নিজের সন্তানদের যে অর্থ প্রদান করবেন বলে জানিয়েছেন, সেটাও যৎসামান্য। এর উত্তরে বিল নিজেই জানিয়েছেন, তাদের শিক্ষার পিছনে যথেষ্ট অর্থ ব্যয় করা হয়। তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু নিরাপত্তা নেওয়া রয়েছে। তারা নিজের পায়ে দাঁড়াক। তদের জীবিকা তারা নিজেই খুঁজে নিক।
এর পরে বিলকে ‘ঘোরতর স্বার্থপর’ না বলে নাকি থাকতে পারছেন না প্রশ্ন উত্তোলনকারীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন