বিশাল অর্থের জরিমানা দিয়ে হলেও পার পেতে চাইছেন নেইমার
কর ফাঁকির অভিযোগে দুই বছর আগে নেইমারের ৫৫.৭ মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ব্রাজিলের কর কর্তৃপক্ষ। সেই অভিযোগ থেকে রক্ষা পেতে বিশাল অর্থের জরিমানা দিয়ে হলেও দায়মুক্তি পেতে চাইছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
২০১৫ সালে নেইমারের নামে প্রায় ২০ মিলিয়ন ডলার কর ফাঁকির অভিযোগ তোলে ব্রাজিলিয়ান কর কর্তৃপক্ষ। তাদের অভিযোগ ছিল ২০১১ থেকে ২০১৩ সালের সময়টাতে এই পরিমাণ কর সজ্ঞানে ফাঁকি দিয়েছেন নেইমার। সেই অভিযোগে নেইমারের ৫৫.৭ মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে দেশটির কর কর্তৃপক্ষ।
সেই সম্পত্তির মাঝে আছে ব্রাজিলিয়ান তারকার একটি আলিশান বাড়িও।
গত ৩ আগস্ট রেকর্ড ২২২ মিলিয়ন মূল্যে বার্সা থেকে পিএসজিতে নাম লিখিয়েছেন নেইমার। নতুন ক্লাবে যোগ দিয়ে অতীতের সমস্ত অভিযোগ মুছে ফেলতে চাইছেন তিনি। কর কর্তৃপক্ষের অভিযোগের বিরুদ্ধে পাল্টা লড়াই চালিয়ে এসেছেন এতদিন। এবার সমস্ত অভিযোগ থেকে মুক্তি পেতে আদালতকে ২৫ লাখ ডলার জরিমানা দিতে প্রস্তুত তিনি। নেইমারের ব্যক্তিগত আইনজীবী মার্কোস নেদের এমনটাই জানাচ্ছেন।
তবে নেইমারের এই প্রস্তাবিত অর্থকে অপ্রতুল মানে করছে কর কর্তৃপক্ষ। তাদের দাবীকৃত অর্থের পরিমাণটা যে অনেক, প্রায় ৫৯.৪ মিলিয়ন ডলার!
এই সংক্রান্ত আরো সংবাদ
বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের প্রথম ছয় ম্যাচের তিনটিবিস্তারিত পড়ুন
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন