শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশেষায়িত ল্যাব হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে : পলক

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর তত্ত্বীয় জ্ঞান ও গবেষণা এবং প্রযুক্তিশিল্পের চাহিদার মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিটিতে বিশেষায়িত তথ্যপ্রযুক্তি ল্যাব (ইনকিউবেশন সেন্টার) স্থাপন করবে সরকার। আজ শনিবার সন্ধ্যায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ‘আইপিভিশন সিএসই কার্নিভ্যাল ২০১৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মোবাইলে ভর্তি প্রক্রিয়া, গণিত অলিম্পিয়াড, বিনা মূল্যে ওয়াই-ফাই সেবাসহ প্রযুক্তির বিভিন্ন নতুন ধারণা শাবিপ্রবি থেকে শুরু হয়েছে। তাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইনকিউবেশন সেন্টার স্থাপন এ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে। পরে তা প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে। এ ছাড়া বিভিন্ন নতুন ও বিশ্বমানের প্রযুক্তি পণ্য তৈরিতে ধারণা দেওয়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সে ধারণা বাস্তবায়নে সর্বোচ্চ ২৫ লাখ টাকা করে দেবে সরকার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক মো. শহীদুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, আইপিভিশন কানাডা ইনকের প্রধান পরিচালন কর্মকর্তা রকিবুল হাসান ও সিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত খান প্রমুখ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ কার্নিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সফটওয়্যার, প্রকল্প, গেমিং ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন জুনাইদ আহমেদ পলক। ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ১০০টি দলকে টপকে প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘এসি ড্রাগন’ দল। দলটি ১৩টি সমস্যার মধ্যে আটটির সমাধান করে। সাতটি করে সমস্যার সমাধান করে প্রথম ও দ্বিতীয় রানার আপ হয় যথাক্রমে শাবিপ্রবির ‘সাস্ট—ডাউন টু দ্য ওয়্যার’ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘আর্টিলেরস’। ওয়েব প্ল্যাটফর্মে সফটওয়্যার বিভাগে ‘আইআইটি স্পার্টটারমস’ ও মোবাইল অ্যাপস বিভাগে চ্যাম্পিয়ন হয় ‘ব্র্যাক ব্লু ডটস’।

এর আগে গতকাল শুক্রবার সকালে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. সালেহ উদ্দিন।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!