মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বিশেষ’ অনুরোধে রাজি না হলেও বিদায়ী সংবর্ধনা?

ঢাকায় আসার কথা দুই-এক দিনের মধ্যেই তার। দায়িত্ব চালিয়ে যেতে নয়, বিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কটা চুকিয়ে ফেলতে আসবেন তিনি। তবে এ সময় বিসিবির পক্ষ থেকে শেষবার অনুরোধ করা হবে চণ্ডিকা হাথুরসিংহেকে। তাতেও রাজি না হলে আরেকটা প্রস্তাব ভেবে রেখেছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা পর্যন্ত অন্তত দলের সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হবে তাকে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল। বিশেষ এ প্রস্তাবে রাজি না হলেও শ্রীলঙ্কান এ কোচের সঙ্গে উষ্ণ ব্যবহারই করবে বিসিবি।

ছোট্ট পরিসরে তাকে দেওয়া হতে পারে সংবর্ধনাও। বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে এমনটা। সাফল্যমণ্ডিত কোচের প্রতি কৃতজ্ঞতা, ভদ্রতা ও পেশাদারির দায়বদ্ধতা থেকেই বোর্ডের এমন চিন্তাভাবনা। বাংলাদেশ ক্রিকেটে যে তার বিরাট অবদান, তা ভুলে যেতে চায় না বিসিবি।

বাংলাদেশ ক্রিকেটে নতুন বার্তা নিয়ে তিনি এসেছিলেন। ধুঁকতে থাকা দলটিকে দেখিয়েছিলেন পথ।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম কোচ তিনি। ২০১৪ সালের মাঝামাঝিতে দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সহ টানা ৬টি ওয়ানডে সিরিজ জয়, ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনাল, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ের মতো অভূতপূর্ব সাফল্য দেখায় বাংলাদেশ। হাথুরুর সময়ে দল যেমন বড় দলের মর্যাদা পায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তেমনি বিশ্বের অন্যতম ধনী বোর্ডে পরিণত হয়।

গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে হুট করে পদত্যাগ করে বসেন হাথুরুসিংহে।অথচ ২০১৯ সাল পর্যন্ত তার সঙ্গে বিসিবির চুক্তি। খেলোয়াড়দের সঙ্গে খারাপ সম্পর্ক ও শ্রীলঙ্কান বোর্ড থেকে পাওয়া প্রস্তাবই তাকে পদত্যাগে ইন্ধন যুগিয়েছে বলে মনে করা হচ্ছে। হাথুরুর হঠাৎ পদত্যাগে অনেকটাই বেকায়দায় বিসিবি। ভালো মানের কোচ খুঁজে পাওয়া এমনিতে কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। সামনেই আবার শ্রীলঙ্কা সিরিজ। এ সিরিজ পর্যন্ত হাথুরুকে পাওয়া গেলে কিছুটা নির্ভার থাকবে বিসিবি।

আর এ সময়ে নতুন কোনও কোচের দিকে অগ্রসর হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনের কথাতেও মিলল সেই ইঙ্গিত। তিনি বললেন, ‘উনি আসতে চেয়েছেন। আগে আসুক। আমরা উনার ঢাকায় ফেরার অপেক্ষায় আছি। হাথরুসিংহে পর্ব আগে শেষ হোক। এরপরই আমরা নতুন কোচের দিকে অগ্রসর হব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির