বিশেষ তিনটি ইচ্ছের কথা জানালেন টাইগার অধিনায়ক মাশরাফি

বাংলাদেশ ক্রিকেটের অাইডল মাশরাফি বিণ মুর্তজা বিশেষ তিনটি ইচ্ছার কথা জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেটকে দুহাত ভরে দেয়া এই সফল অধিনায়ক কথা বলেছেন পরিবার নিয়েও। আমার যদি সুযোগ থাকতো, তাহলে আমি প্রথমেই আল্লাহকে বলতাম যেন সবাইকে তিনি মাফ করে দেন এবং জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন।
আলাদিনের দৈত্য আপনার তিনটি ইচ্ছা পূরণ করবেন। কি চাইতেন শুরুতে জানতে চাইলে সীমিত ওভারে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এসব কথা বলেন। বাংলাদেশের
একটি গণমাধ্যম মাশরাফির এই সাক্ষাৎকার নেন। মাশরাফির পরের দুইটি ইচ্ছা নিজের পরিবারকে কেন্দ্র করে। সেগুলো কি?
মাশরাফির বলেন, দ্বিতীয় ইচ্ছাটা হলো আমার বাবা-মা সবসময়ই হাসিখুশি থাকুক, সুস্থ থাকুক। তৃতীয় ইচ্ছাটা হলো আমার ছেলেমেয়ে যেহেতু বড় হচ্ছে, তারা যেন সম্মানের সাথে মাথা উঁচু করে বাস করতে পারে। অর্থকড়ি লাগবে না।
মাশরাফি বাংলাদেশের লাখো তরুণের আইডল। সেটা শুধু ক্রিকেটকে কেন্দ্র করেই নয়। নিজের ব্যতিক্রমী জীবনদর্শন দিয়েও তিনি আকৃষ্ট করেছেন সবাইকে। এই সাক্ষাতকারেই আশা প্রকাশ করেছেন, সারাজীবন ক্রিকেটের সঙ্গেই কাজ করতে চান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন