রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশেষ নিরাপত্তায় বঙ্গবন্ধু স্টেডিয়াম-সুপ্রিম কোর্ট

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

র‌্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে এ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তাবলয় ভেদ করে আদালতের ভেতর প্রবেশ করতে হচ্ছে সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে।

এদিকে বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশপাশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য দুদিন আগে থেকেই স্টেডিয়ামের চতুর্দিকে ভ্রাম্যমাণ দোকানপাট বন্ধ রাখা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী গুলিস্তান, পল্টন, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় টহল দিচ্ছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সুপ্রিম কোর্ট ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের রিভিউয়ের রায় ঘোষণাকে সামনে রেখে সুপ্রিম কোর্ট এলাকায় জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। কোর্ট এলাকায় বেশ কিছু চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া রয়েছে অতিরিক্ত টহল পুলিশ। পাশাপাশি সাদাপোশাকের গোয়েন্দা সদস্যরাও মাঠে রয়েছেন।

সরেজমিন দেখা যায়, ট্রাইব্যুনালের আশপাশে প্রেসক্লাব, দোয়েল চত্বর, শিশু একাডেমীসহ সড়কগুলোতে সাধারণ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার পাশে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর থেকে সুপ্রিম কোর্টের সবগুলো প্রবেশপথ, আশপাশের সব সড়ক ও পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

রাজধানীর নিরাপত্তা বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, আগের রায়গুলোর চেয়ে এবারের রায় নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল কাজ করছে। তা ছাড়া, যে দুজনের রায় হবে তারা দুজন দুটি দলের শীর্ষ পর্যায়ের নেতা। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ সজাগ দৃষ্টিতে রাখা হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ফুটবল খেলা একই দিনে থাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কেননা, এর আগে এই নিরাপত্তা অজুহাতে দেশটির ক্রিকেট দল বাংলাদেশে খেলতে আসেনি। তাই সবকিছু দিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে। কোথাও কোনো সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

উপকমিশনার আরো জানান, সুপ্রিম কোর্ট এলাকাসহ বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশপাশে সবখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব এলাকায় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি ডগ স্কোয়াড, রায়ট কার, এপিসি কারও প্রস্তুত রাখা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?

চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন

‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন

শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • সমন্বিত ৮ ব্যাংকে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ৯৯৭ জনকে
  • রাজশাহীতে ‘মদপানে’ চারজনের মৃত্যু
  • তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির জন্য উপদেষ্টা কমিটি
  • মির্জা ফখরুল: দেশে প্রথম সংস্কার এনেছিলেন জিয়াউর রহমান
  • বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম
  • পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন
  • ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের
  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’
  • সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির
  • পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
  • ঢাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত