বিশেষ সংবাদঃ ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি দুই দেশের কূটনীতিক বহিষ্কার

গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে পাকিস্তানের এক কূটনীতিককে বহিষ্কারের কয়েক ঘণ্টার মাথায় পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতেরও এক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান।
গতকাল বৃহস্পতিবার দিল্লি পাকিস্তানের কূটনীতিক মেহমুদ আখতারকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। তাঁর বিরুদ্ধে সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন সম্পর্কিত সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগ এনেছে ভারত।
এর পর রাতেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসলামাবাদ হাইকমিশনে নিয়োজিত ভারতীয় কূটনীতিক সুরজিত সিংকে বহিষ্কারের কথা জানানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। সুরজিতের বিরুদ্ধে পাকিস্তান ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ এনেছে।
গত ১৮ সেপ্টেম্বর ভোরে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলায় ১৯ সেনা নিহত হওয়ার পর ভারতও পাকিস্তানের ভূখণ্ডে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায়। এর পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটল।
এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার দিল্লির একটি চিড়িয়াখানা থেকে পাকিস্তানের কূটনীতিক মেহমুদ আখতারকে আটক করে পুলিশ। এ সময় আরো দুজনকে আটক করা হয়। পরে আখতারকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কূটনৈতিক সুবিধা ভোগ করায় তাঁকে অগ্রহণযোগ্য ব্যক্তি (পারসনা নন গ্রাটা) ঘোষণা করে ছেড়ে দিয়ে দেশত্যাগের নির্দেশ দেয় দিল্লি।
এ ঘটনার পর পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিতকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাসিত তাঁর দেশের কূটনীতিককে বহিষ্কারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।
এর পরই ইসলামাবাদ ভারতের হাইকমিশনারকে ডেকে পাঠায় এবং সুরজিতকে দেশে ফেরতের কথা জানিয়ে দেয়। ইসলামাবাদের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের দায়ে ভারতীয় কূটনীতিক সুরজিত সিংকে ২৯ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন