মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্বকাপের আগে ওয়াকার-আফ্রিদি কোন্দল!

এশিয়া কাপের ত্রয়োদশতম আসরে বাংলাদেশ ও ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে মনোযোগ দেওয়ার সময় তখন একের পর এক সমস্যায় জর্জরিত পাকিস্তান। এশিয়া কাপের ‘বাজে’ পারফরম্যান্সে সব চেয়ে সমালোচিত হন অধিনায়ক শহীদ আফ্রিদি নিজেই।

শুধু অধিনায়ক হিসেবেই দলে জায়গা ধরে রেখেছেন, এমনকি আফ্রিদির খেলা ছেড়ে দেওয়া উচিত, এমন অনেক কথাই উঠছিল। এর মধ্যে নতুন যোগ হলো এই কোন্দলের গুঞ্জনটিও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান অবশ্য জানিয়ে দিয়েছেন, আফ্রিদিই অধিনায়ক থাকছেন।

তবে এসব ছাপিয়ে পাকিস্তান এখন কোচ ওয়াকার ইউনুস ও অধিনায়ক আফ্রিদির বিরোধ নিয়ে বিপাকে। সমস্যা এতটাই বড় যে খুব দ্রুতই এ ব্যাপারে হস্তক্ষেপ করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মারফত জানা যায়, ‘চেয়ারম্যানের সঙ্গে কথা বলার সময় জাতীয় নির্বাচকদের সঙ্গে কাজ করার ব্যাপারে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন ওয়াকার। আফ্রিদির ব্যাপারেও কিছু অভিযোগ ছিল তাঁর। চেয়ারম্যান এখন আফ্রিদির সঙ্গে কথা বলবেন।’
কিন্তু আফ্রিদির অভিযোগ ঠিক কি নিয়ে? তার উত্তরও পাওয়া গেল পিসিবির ওই সূত্রের কাছ থেকে। কিছুদিন ধরেই স্পট-ফিক্সিংয়ে নিষিদ্ধ সালমান বাটকে দলে ফেরানোর ব্যাপারে কথা হচ্ছে। কোচ ওয়াকার ও প্রধান নির্বাচক হারুন রশিদ এ ব্যাপারে কথাও বলেছেন। অথচ আফ্রিদি নাকি এ ব্যাপারে কিছুই জানতেন না।

এ প্রসঙ্গে সূত্র জানায়, ‘ওকে না জানিয়ে বাটকে ফেরানোর ব্যাপারে কথা হয়েছে, এটা আফ্রিদি মেনে নিতে পারছে না। এরপর বোর্ডের সঙ্গে কথা বলার সময় আফ্রিদি জানিয়ে দিয়েছে, সাবেক অধিনায়ক (বাট) ফিরলে ও খেলবে না।’

কোন্দলের অভিযোগ এখানেই শেষ হচ্ছে না। গত দুদিনের ঐচ্ছিক অনুশীলনে আফ্রিদি আসেননি, আর এটি নিয়ে কোচ ওয়াকার বেশ অসন্তুষ্ট। আবার খেলোয়াড়েরাও নাখোশ কোচের ওপর, ‘ওয়াকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি অনুশীলনে খেলোয়াড়দের বেশি পরিশ্রম করান। বিশ্রামের সময়টুকু দিচ্ছেন না।’

অবশ্য শুধু কোচ-অধিনায়কই নয়, পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও বেশ বিরোধ নাকি চলছে। বিশেষত বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যান, শাহরিয়ার খান ও নাজাম শেঠির মধ্যেও বিরোধ চলছে দল সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। শেঠির বিরোধিতা উপেক্ষা করেই নাকি আফ্রিদিকে অধিনায়ক রেখেছেন খান।

এখন দেখার বিষয়, এই সমস্যাগুলো ছাপিয়ে বিশ্বকাপে পাকিস্তান কতটুকু ভালো করতে পারে!

এই সংক্রান্ত আরো সংবাদ

ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা