বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালটি মাশরাফির ‘বড় ম্যাচ’
প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ। প্রথমবার ফাইনাল খেলছে মাশরাফির নেতৃত্বে খেলা বাংলাদেশ ও ধোনির নেতৃত্বে খেলা ভারত। এশিয়ার দুই জায়ান্ট পাকিস্তান ও শ্রীলঙ্কাকে বিদায় করে দিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। তারপরও মাশরাফি রবিবারের ফাইনালকে নিজের ক্যারিয়ারের বড় ম্যাচ ভাবছেন না!
তার দৃষ্টিতে বড় ম্যাচ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিই ‘বড় ম্যাচ’। ওই ম্যাচে অবশ্য কিছু বিতর্কিত সিদ্ধান্তে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে পেড়ে উঠেনি বাংলাদেশ। লাল-সবুজরা হার মানে ১০৯ রানের ব্যবধানে। ওই ম্যাচে প্রায় ৫৫ হাজার দর্শক অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসে খেলা দেখেছিলেন।
রবিবারের ফাইনালে অবশ্য মিরপুরে এতো দর্শকদের খেলা দেখার সুযোগ নেই। সব মিলিয়ে হয়তো ২৫ হাজার দর্শক খেলা দেখার সুযোগ পাবেন।
মাশরাফি এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি নিয়ে বলেছেন, ‘অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় ম্যাচ ছিল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। এটি অন্যতম বড় ম্যাচ অবশ্যই। তবে তুলনা করলে সেই ম্যাচ আরও বড় ছিল। কারণ ৫০ ওভারের ক্রিকেট ও বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। ওই ম্যাচ আরও একটু বড় ছিল।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন