শুক্রবার, জুলাই ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও সেই মাহমুদউল্লাহ!

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে মাহমুদউল্লাহর অসাধারণ দুটি সেঞ্চুরির কথা নিশ্চই ভুলে যায়নি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।

চ্যাম্পিয়নস ট্রফিতে দলের প্রয়োজন মুহূর্তে টিকই জ্বলে উঠেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছেন মহামূল্যবান একটি জয়।

শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল মাহমুদউল্লাহকে। সফরের মাঝপথে তাঁকে দেশে ফেরত পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। অবশ্য শেষ পর্যন্ত সে অবস্থা থেকে সরে গিয়ে তাঁকে দলের সঙ্গেই রাখা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও, ফর্ম খরার কারণেই সে সময় দল থেকে বাদ দেওয়ার কথা ভাবা হয়েছিল এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে।

অবশ্য প্রয়োজনের সময় মাহমুদউইল্লাহ যে ঘুরে দাঁড়াতে পারেন তার বহু উদহারণ রয়েছে। বিশেষ করে
৩৩ রানে চার উইকেট হারিয়ে দল যখন চরম ব্যাটিং বিপর্যয়ে, তখনই ব্যাটহাতে মাঠে নামেন মাহমুদউল্লাহ, শেষ পর্যন্ত অপরাজিত থেকেন ১০২ রানে। যাতে বল খরচ করেছেন ১০৭টি এবং আটটি চার ও দুটি ছক্কার মার ছিল তাঁর এই ইনিংসে।

এই ইনিংসটি খেলে মাহমুদউল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনো নির্ভরতার প্রতীক। প্রয়োজনের মুহূর্তে তিনিও পারেন দলের হাল ধরতে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা ভালোভাবেই প্রমাণ করেছেন তিনি।

শুধু তাই নয়, সাকিবের সঙ্গে জুটি গড়ে দারুণ একটি রেকর্ডও গড়েছেন তারা। দুইশ রানের প্রথম জুটি গড়েন তারা। ৩৩ রানে ৪ উইকেট পড়ার পর জুটি বেঁধেছিলেন, এরপর টেনে নিয়েছেন দলকে। এই জুটি ২২৪ রানের চমৎকার জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

বাংলাদেশের আগের সবচেয়ে বড় জুটি ছিল তৃতীয় উইকেটে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ১৭৮ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম ও মুশফিক ভেঙেছিলেন হাবিবুল বাশার ও রাজিন সালেহ জুটির রেকর্ড। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ফতুল্লায় ১৭৫ রানের জুটি গড়েছিলেন দুজন।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!