বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও সেই মাহমুদউল্লাহ!
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে মাহমুদউল্লাহর অসাধারণ দুটি সেঞ্চুরির কথা নিশ্চই ভুলে যায়নি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।
চ্যাম্পিয়নস ট্রফিতে দলের প্রয়োজন মুহূর্তে টিকই জ্বলে উঠেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছেন মহামূল্যবান একটি জয়।
শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল মাহমুদউল্লাহকে। সফরের মাঝপথে তাঁকে দেশে ফেরত পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। অবশ্য শেষ পর্যন্ত সে অবস্থা থেকে সরে গিয়ে তাঁকে দলের সঙ্গেই রাখা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও, ফর্ম খরার কারণেই সে সময় দল থেকে বাদ দেওয়ার কথা ভাবা হয়েছিল এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
অবশ্য প্রয়োজনের সময় মাহমুদউইল্লাহ যে ঘুরে দাঁড়াতে পারেন তার বহু উদহারণ রয়েছে। বিশেষ করে
৩৩ রানে চার উইকেট হারিয়ে দল যখন চরম ব্যাটিং বিপর্যয়ে, তখনই ব্যাটহাতে মাঠে নামেন মাহমুদউল্লাহ, শেষ পর্যন্ত অপরাজিত থেকেন ১০২ রানে। যাতে বল খরচ করেছেন ১০৭টি এবং আটটি চার ও দুটি ছক্কার মার ছিল তাঁর এই ইনিংসে।
এই ইনিংসটি খেলে মাহমুদউল্লাহ বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনো নির্ভরতার প্রতীক। প্রয়োজনের মুহূর্তে তিনিও পারেন দলের হাল ধরতে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা ভালোভাবেই প্রমাণ করেছেন তিনি।
শুধু তাই নয়, সাকিবের সঙ্গে জুটি গড়ে দারুণ একটি রেকর্ডও গড়েছেন তারা। দুইশ রানের প্রথম জুটি গড়েন তারা। ৩৩ রানে ৪ উইকেট পড়ার পর জুটি বেঁধেছিলেন, এরপর টেনে নিয়েছেন দলকে। এই জুটি ২২৪ রানের চমৎকার জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের আগের সবচেয়ে বড় জুটি ছিল তৃতীয় উইকেটে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ১৭৮ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম ও মুশফিক ভেঙেছিলেন হাবিবুল বাশার ও রাজিন সালেহ জুটির রেকর্ড। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ফতুল্লায় ১৭৫ রানের জুটি গড়েছিলেন দুজন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন