বিশ্বকাপের ৫ উইকেট ক্লাবে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ
মুস্তাফিজ মানেই যেন ক্রিকেটের ২২ গজে অপার এক বিস্ময়। গভীর রহস্য। আর সেই রহস্যের কুল কিনারা করতে না পেরে শনিবার (২৬ মার্চ) ইডেন গার্ডেনসে হতবিহ্বল হতে হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের। টি২০ বিশ্বকাপ ক্রিকেটের খেলায় এদিন নিউজিল্যান্ডের ৫ ব্যাটসম্যানকে শিকার করেছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। সেই সুবাদে নিজের নামের পাশে আরও একটি অর্জন সঙ্গী করে নিয়েছেন বিশ্ব ক্রিকেটে আবির্ভাবের পর থেকেই সবাইকে চমকে দিতে থাকা মুস্তাফিজ। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি২০ বিশ্বকাপ ক্রিকেটে এক ম্যাচে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়লেন মুস্তাফিজ। অবশ্য আন্তর্জাতিক টি২০ ম্যাচে এটি বাংলাদেশের দ্বিতীয় রেকর্ড। এর আগে ২০১২ সালে বেলফেস্টে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের স্পিনার ইলিয়াস সানি।
শুধু তাই নয়, এই ৫টি উইকেটের সুবাদে চলমান টি২০ বিশ্বকাপে সেরা বোলারদের তালিকায় তৃতীয়স্থানে উঠে এসেছেন মুস্তাফিজ। তার সংগ্রহ মোট ৯ উইকেট। ১০টি করে উইকেট নিয়ে তালিকার প্রথম দুটি স্থান দখল করে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী ও বাংলাদেশের সাকিব আল হাসান। অবশ্য কেবল মাত্র সুপার টেন পর্বে খেলার হিসেব ধরলে মুস্তাফিজই এখন অব্দি আসরের সেরা বোলার। কেননা, নবী ও সাকিব বাছাই পর্বের ম্যাচসহ মোট ১০টি উইকেট পেয়েছেন। এ জন্য নবীর লেগেছে ৬ ম্যাচ ও সাকিবের ৭ ম্যাচ। সেখানে ইনজুরির কারণে অনেক দিন মাঠের বাইরে থাকা মুস্তাফিজ মাত্র ৩ ম্যাচেই শিকার করলেন ৯ উইকেট।
টি২০ বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে ৫ উইকেট শিকার করাদের তালিকায় সপ্তম বোলার হিসেবে যোগ দিলেন মুস্তাফিজ। এর আগে এই কীর্তি করে দেখিয়েছিলেন পাকিস্তানের ওমর গুল (২০০৯ সাল), জীবন মেন্ডিস (২০১২), শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (২০১২), নেদারল্যান্ডসের আহসান মালিক (২০১৪), শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (২০১৪) ও অস্ট্রেলিয়ার জেমস ফকনার (২০১৬)।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন