বিশ্বকাপে উগান্ডাকে উড়িয়ে আফগানদের শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার দেশটিকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা।
মঙ্গলবার (৪ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগফানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় উগান্ডা। প্রথমে ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের বিশাল পুঁজি পায় আফগানরা।
১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে আফগান পেসার ফজলহক ফারুকির তোপের মুখে পড়ে উগান্ডার ব্যাটাররা। ৪৮ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফ্রিকার দেশটি।
ফিফটির দেখা পেয়েছেন এই দুই আফগান ওপেনার। গুরবাজ ৪৫ বলে ৭৬ ও ইব্রাহিম করেন ৪৬ বলে ৭৬ রান। উগান্ডার পক্ষে কসমাস কেউটা ও ব্রেইন মাসাবা নেন ২টি করে উইকেট।
এই আফগান পেসার একাই পাঁচ উইকেট নিয়ে উগান্ডার ব্যাটিং লাইন ধসিয়ে দেন । এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ১৬ ওভারে ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা। দলের পক্ষে রবিনসন ওবুয়ে করেন সর্বোচ্চ ২৫ বলে ১৪ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন