বিশ্বকাপে উগান্ডাকে উড়িয়ে আফগানদের শুরু

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার দেশটিকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা।
মঙ্গলবার (৪ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগফানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় উগান্ডা। প্রথমে ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের বিশাল পুঁজি পায় আফগানরা।
১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে আফগান পেসার ফজলহক ফারুকির তোপের মুখে পড়ে উগান্ডার ব্যাটাররা। ৪৮ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফ্রিকার দেশটি।
ফিফটির দেখা পেয়েছেন এই দুই আফগান ওপেনার। গুরবাজ ৪৫ বলে ৭৬ ও ইব্রাহিম করেন ৪৬ বলে ৭৬ রান। উগান্ডার পক্ষে কসমাস কেউটা ও ব্রেইন মাসাবা নেন ২টি করে উইকেট।
এই আফগান পেসার একাই পাঁচ উইকেট নিয়ে উগান্ডার ব্যাটিং লাইন ধসিয়ে দেন । এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ১৬ ওভারে ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা। দলের পক্ষে রবিনসন ওবুয়ে করেন সর্বোচ্চ ২৫ বলে ১৪ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন