বিশ্বকাপে যে নোংরা আচরণ করেছিলেন ক্রিস গেইল।
শুধু বিগ ব্যাশ নয়, বিশ্বকাপের সময়ও এক নারীর সঙ্গে নোংরা আচরণ করেছিলেন ক্রিস গেইল।
ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের সেবায় থাকা অস্ট্রেলিয়ার এক নারীকে রুমের ভেতর খারাপ ইঙ্গিত করেন তিনি।
বিগব্যাশে উপস্থাপিকা মেলানি ম্যাকলাফলিনের ঘটনার পর মুখ খুলেছেন সেই নারী।
বিশ্বকাপের সময় একদিন কাজের জন্য ওই নারী গেইলদের ড্রেসিং রুমে প্রবেশ করেন। তিনি ভেবেছিলেন সে সময় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা মাঠে রয়েছে। রুমে ঢুকে তিনি তোয়ালে পড়া ক্রিস গেইলকে দেখতে পান। সে সময় গেইল তোয়ালের একপাশ খুলে তার ‘বিশেষ অঙ্গে’র দিকে নির্দেশ করে বলেন, ‘তুমি কী এটাই খুঁজছ?’
এই ঘটনার পর ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজার রিচি রিচার্ডসন সব খেলোয়াড়দের মেইল পাঠান। সেখানে তিনি ‘নারীদের’ আরো বেশি সম্মান দেখানোর নির্দেশ দেন। অবশ্য মেইলে তিনি গেইলের বিষয়টি উল্লেখ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘তার এমন আচরণের পর আমি কিংকর্তব্যবিমুঢ় হয়ে যাই। আমি খুবই আহত হই এবং ড্রেসিং রুম থেকে বেরিয়ে যাই। আপনাকে অস্ট্রেলিয়ায় এসে অবশ্যই ভদ্র আচরণ করতে হবে। আর সেটা যদি না করতে পারেন তাহলে দেশে ফিরতে পারবেন না।’
বিগব্যাশে ১০ হাজার ডলার জরিমানা দেয়ার আগেও একবার এক নারী সাংবাদিকের সঙ্গে বাজে ব্যাবহার করেন তিনি। আন্তর্জাতিক একটি ম্যাচের আগে এক নারী সাংবাদিক গেইলকে প্রশ্ন করেন, ‘পিচের অবস্থা কেমন মনে হচ্ছে।’
সবাইকে অবাক করে গেইল উত্তর দেন, ‘আমি তো তোমার ওটা ছুঁয়ে দেখিনি। কীভাবে বলব!’
বাংলাদেশে এসে সংবাদ সম্মেলনে অনেক কৌতুক করার নজির আছে গেইলের। কিন্তু নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন বলে শোনা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন