বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ দল ঘোষণা
ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে মহিলা বিশ্বকাপের বাছাই পর্ব। বাছাই পর্বে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনির। মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ্ নারী দল। সিরিজটিতে ব্যর্থতার পাল্লাই ছিলো ভারী। ৪-১ ব্যবধানে সিরিজ হারে বাঘিনীরা। সেই সিরিজে দলের ইনিংস সূচনা করা শায়লা শারমন বাদ পড়েছেন দল থেকে। ব্যাট হাতে রান খরাতেই ছিলেন শায়লা।
দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন কিন্তু বাদ পড়েছেন এমন আরো দুজন হলেন নাহিদা আক্তার ও নুজহাত তাসনিয়া। সিরিজে কোনো ম্যাচ খেলেননি নুজহাত তাসনিয়া। নাহিদা আক্তারের পারফরম্যান্স ছিলো বিবর্ণ।
শ্রীলঙ্কায় মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি শুরু হবে বাঘিনীদের মিশন। সেদিন রুমানার দল মুখোমুখি হবে পাপুয়া নিউ গিনির। ৮ ফেব্রুয়ারি পাকিস্তান, ১০ ফেব্রুয়ারি স্কটল্যান্ড ও ১১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে রুমানারা।
১৪ সদস্যের বাংলাদেশ দলঃ রুমানা আহমেদ (অধিনায়ক), ফারজানা হক, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম, জাহানারা আলম, খাদিজা তুল কুবরা, লতা মণ্ডল, নিগার সুলতানা (উইকেটরক্ষক), পান্না ঘোষ, রিতু মণি, সালমা খাতুন, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সুরাইয়া আজমিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন