বিশ্বকাপ বাছাই : ব্রাজিল-আর্জেন্টিনার জয়
২০১৮’র বিশ্বকাপ বাছাই পর্বে নিজ নিজ খেলায় জয় পেয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় ভোরে খেলা দুটি অনুষ্ঠিত হয়।
নিজেদের টিকে থাকার ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে অর্জেন্টিনা। অপর ম্যাচে পেরুর সঙ্গে ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল।
ম্যাচের ১০ মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন মেসি। ২০ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস প্রাতো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাউজার শিষ্যরা। ম্যাচের ৮৪ মিনিটে ডি মারিয়ার গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
এ জয়ে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান এখন ৫ এ।
দিনের অপর ম্যাচে পেরু সঙ্গে ২০ গোলে জয় পেয়েছে বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে টানা ষষ্ঠ জয় তুলে নিলো নেইমাররা। পেরুর মাঠে ম্যাচের ৫৮ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন জেসুস। ৭৮তম দলের ব্যবধান দ্বিগুন করেন আগুস্তো। টানা ষষ্ঠ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে তিতোর দল।
অন্য ম্যাচে নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে একুয়েডর। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সান্তিয়াগোতে উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়ে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে চিলি। ২৩ পয়েন্ট নিয়ে ব্রাজিলের পেছনে দ্বিতীয় স্থানেই থাকলো উরুগুয়ে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন