শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রেমিক-প্রেমিকার হাত ধরা নিষিদ্ধ

প্রেমিক-প্রেমিকাদের জন্য নতুন বিধি-নিষেধ আরোপ করেছে চীনের এক বিশ্ববিদ্যালয়। নতুন বিধি-নিষেধের আওতায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো প্রেমিক-প্রেমিকা একে-অপরের হাতে হাত এবং কারো কাঁধে হাত রাখতে পারবে না। এখানেই শেষ নয়, ক্যান্টিনে একে-অপরকে কিছু খাইয়েও দিতে পারবে না।

চাংসা শহরের ‘জিলিন কনস্ট্রাকশন’ বিশ্ববিদ্যালয় নতুন বিধি-নিষেধ আরোপ করে ওই সমস্ত কাজকে ‘অসভ্য’ আচরণ বলে উল্লেখ করেছে। এই ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে সামাজিক মাধ্যমেও।

চীনের ‘নিউ কালচার ভিউ’ পত্রিকা প্রতিবেদনে বলা হয়, ‘যারা প্রেমে পড়েছেন তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক। তিনি তাদের বোঝাবেন যাতে ক্যাম্পাসে তারা শারিরিক স্পর্শের মতো কাজ না করেন।’

প্রতিবেদনে আরো বলা হয়, ছাত্র-ছাত্রীদের ‘অসভ্য’ আচরণ থেকে নিবৃত করতে বিশ্ববিদ্যালয় হাতে হাত রেখে চলা, একে অপরের কাঁধে হাত রাখা এবং সঙ্গী মুখে কোনো খাবার তুলে দেয়া নিষিদ্ধ করা হয়েছে।

এই নিয়মকে সমর্থন করে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছেন, ছাত্র-ছাত্রীদের সভ্য মানুষে পরিণত করতে তাদের সাহায্য করা হচ্ছে।

ছাত্র-ছাত্রীরা নতুন নিয়ম ঠিকঠাক মতো পালন করছে কিনা সেটা পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনসহ বিভিন্ন জায়গায় ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

আরেকজন শিক্ষক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রেমিক-প্রেমিকারা একে-অপরকে কোনো কিছু খাইয়ে দিতে পারবে না। এই ধরনের আচরণ নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন, অসমীচীন আচরণ যেমন-চুমো খাওয়া, জনসমাগমস্থলে গাঢ় আলিঙ্গণ নিষিদ্ধ। যদি ক্যান্টিন বা ক্যাম্পাসে এই ধরনের কোনো আচরণ দেখা যায় আমরা সেটাকে বেঠিক বলেই ধরে নেবো।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে সমর্থন করেন ক্যান্টিনের একজন কর্মীও। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ক্যান্টিনে ক্যামেরা স্থাপন করেছি। আমি সন্তুষ্ট এই কারণে যে, এটা ‘অসভ্য’ আচরণকে প্রতিরোধ করবে।

তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। একজন ছাত্র বলেন, এই অদ্ভুত নিয়ম আমাদের মুখের হাসি কেড়ে নেবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ