বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি সোমবার থেকে

অষ্টম জাতীয় বেতনকাঠামোর প্রতিশ্রুতি পূরণ ও অসঙ্গতি দূর করার দাবিতে সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
রোববার ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতনকাঠামোতে অর্থমন্ত্রী-প্রদত্ত প্রতিশ্রুতিসমূহ পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূর করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
এ জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ফেডারেশনভুক্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সোমবার থেকে লাগাতার কর্মবিরতি পালিত হবে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে।
সান্ধ্যকালীন কোর্সসমূহের ক্ষেত্রেও এ কর্মসূচি প্রযোজ্য হবে বলে এতে উল্লেখ করা হয়েছে। তবে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সিদ্ধান্ত গ্রহণ করবেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের অনুরোধ ও তাদের শিক্ষাজীবন রক্ষার বিষয় বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্মবিরতি চলাকালীন সময়ে শুধুমাত্র সেমিস্টার/কোর্স ফাইনাল পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে মিডটার্ম পরীক্ষাসহ অন্যান্য সকল শ্রেণি পরীক্ষা ঐ সময় স্থগিত থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন