বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পদে মোশাররাফ, প্রজ্ঞাপন
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পদে তিন বছরের চুক্তিভিত্তিক নিযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মন্ত্রিপরিষদ পদে কাকে নিয়োগ দেয়া হচ্ছে তা এখনও চূড়ান্ত হয়নি। আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হবে বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।
আজ রবিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী (উনি-১) শাখার রেজাজুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হযেছে, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে আগে অবসর দেয়া হয়। অপর একটি আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক (মন্ত্রিপরিষদ বিভাগ সচিব পদমর্যাদা ) পদে আগামী ১ নভেম্বর থেকে ৩১ অক্টোবর ২০১৮ সাল পর্যন্ত তিন বছরের চুক্তিভিত্তিক নিযোগ দেয়া হয়েছে।
সূত্র জানায়, এর আগে গত ২১ অক্টোবর একটি আদেশ জারি করা হয়েছিল সেটি আবার বাতিল করা হয়। আগামী সোমবার মন্ত্রিপরিষদ সচিব অফিস করে আগামী ২৭ অথবা ২৮ অক্টোবর বিদায় নেবেন।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ২০১১ সালের ৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে যোগদান করেন। তিনি বাংলাদেশ সরকারের ২০তম মন্ত্রিপরিষদ সচিব। মোশাররাফ হোসাইন ভূইঞা ১৯৮১ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। চাকরি জীবনে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, স্বশাসিত সংস্থা, মাঠ প্রশাসন, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং বিদেশের বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন













