বিশ্বসেরা অলরাউন্ডারের ৮৩ বছরের ভক্ত!

তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। তাঁর ভক্ত-অনুরাগীর সংখ্যা অগণিত। শুধু তাই নয়, সাকিব আল হাসানের ভক্ত নানা ধরনেরও। শিশু থেকে বৃদ্ধ অজস্র মানুষ সাকিব-ভক্ত। যাঁদের অনেকেরই প্রত্যাশা থাকে সাকিবকে একটিবারের জন্য কাছ থেকে দেখার। সুযোগ পেলে প্রিয় খেলোয়াড়ের পাশে বসে একটি ছবি তোলারও আকাঙ্ক্ষা থাকে তাঁদের।
তেমনই একজন ভক্তের দেখা পেলেন সাকিব। একটু অভিনব ভক্তই বটে। কারণ ভদ্রলোকের বয়স ৮৩ বছর! তিনি এতটাই সাকিব-ভক্ত যে এই বয়সেও প্রায়ই চলে যান ‘সাকিব’স ডাইন’–এ। বনানীতে সাকিবের এই রেস্তোরাঁয় গিয়ে বসে থাকেন প্রিয় তারকাকে কাছ থেকে দেখার প্রত্যাশায়। কখনো দেখা পান, আবার কখনো পান না।
সাকিবও অনেক দিন ধরে লক্ষ করছিলেন তাঁকে। একদিন তাঁর সঙ্গে কথা বললেন, ছবিও তুললেন। এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকার সঙ্গে দেখা করতে পেরে ভদ্রলোক যেমন খুশি, তেমনি খুশি সাকিব নিজেও।
নিজের পেসবুক পেজে সাকিব নিজেই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এই লোকটি অসাধারণ! ৮৩ বছর বয়সেও প্রায়ই সাকিবস-এ আসেন সাকিব আল হাসানের সাথে দেখা করতে। এরকম লক্ষ লক্ষ ভক্তই আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন