বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের উচ্ছৃঙ্খলতার ব্যাপারে যা বললেন বিসিবির সভাপতি পাপন

ভারত বনাম বাংলাদেশের একমাত্র হায়দরাবাদ টেস্ট ম্যাচ দেখতে গিয়ে টাইগার দলের অন্যতম ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আচরণগত সমস্যা নিয়ে আলোচনা করলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন বলেন, অতীতে বেশ কিছু বিতর্কের জন্ম দেওয়া সাকিব আল হাসান নিজের আচরণগত দিক শুধরেছে। সাকিব নিজেকে বেশ বদলেছে এবং লক্ষণীয় উন্নতি দেখিয়েছে বলে জানান পাপন।
বিসিবির সভাপতি বলেন, সাকিবের উচ্ছৃঙ্খলতার ব্যাপারে আদৌ মাত্রাতিরিক্ত কিছুর প্রমাণ পাওয়া যায়নি কখনই। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাকিবের সর্বপ্রথম নিষেধাজ্ঞার ব্যাপারে পাপন বলেন, এটা সাকিবের দুর্ভাগ্য ছিল। তবে সাকিবকে হুঁশিয়ার করার পর অন্য ক্রিকেটাররাও সতর্ক হয়ে গেছে। সাকিবকেও যে নিয়ন্ত্রণে রাখা উচিত- এই মানসিকতা আগে ছিল না। যখন আমরা ব্যবস্থা নিলাম, বাকী সবাইও তখন সতর্ক হয়ে গেল।
শৃঙ্খলাজনিত সমস্যায় সাকিব ছাড়াও বাংলাদেশ দলের বেশ কজন ক্রিকেটার জড়িত ছিলেন জানিয়ে পাপন বলেন, ‘সত্যি বলতে শুধু সাকিবই এমন ছিল, তা নয়। আরও অনেকেই আছে যাদের শৃঙ্খলায় ত্রুটি ছিল।
গেল বিপিএলের খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়ে পাপন বলেন, আমরা সাব্বির রহমানকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩৩ লাখ রুপী জরিমানা করেছি। শৃঙ্খলার ব্যাপারে আমরা সবসময়ই কঠোর। খেলোয়াড়দের সাথেও আমি এ নিয়ে কথা বলেছি। নিয়ম-শৃঙ্খলা রক্ষার ব্যাপারে সরাসরি তাদের সাথে আলাপ হয়েছে আমার, যেখানে আমি তাদেরকে একবার জবাবদিহির সুযোগও দিয়েছি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন