‘বিশ্বস্ত সূত্রে’র ওপর ক্ষিপ্ত শাকিব খান

প্রায়ই বিভিন্ন অনলাইন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়- নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন নায়ক শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করছেন নতুন পুরাতন নায়িকারা। আবার এক শিল্পীকে বাদ দিয়ে অন্য শিল্পীকে নেওয়া হচ্ছে। ‘বিশ্বস্ত সূত্রে’র বরাত দিয়ে এমন খবর প্রকাশিত হচ্ছে প্রায়ই। আর এমন ভিত্তিহীন ও ‘বিশ্বস্ত সূত্র’ নির্ভর খবর প্রকাশে বিরক্তি প্রকাশ করেছেন নায়ক শাকিব খান।
শাকিব বলেন, ‘এসব নিউজ দেখলে বিরক্তিকর লাগে। আমাদের দর্শক পছন্দ করে ভালো কাজের জন্য। আমাদের প্রতি দর্শকদের একটা আস্থা আছে। যা মাথায় রেখে আমি কাজ করতে চাই। কিন্তু ইদানীং কিছু অনলাইন নিউজ পোর্টাল একের পর এক নিউজ করে যাচ্ছে। আমার বিপরীতে নতুন-পুরাতন শিল্পীকে নিয়ে নিচ্ছে আবার অনেক শিল্পীকে বাদও দিয়ে দিচ্ছে। এতে সাধারণ দর্শকদের মধ্যে এক ধরনের বিভ্রান্ত্রি তৈরি হচ্ছে। ঈদের পর আমি কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি। ছবির সবকিছু দেখে তারপর আমি সাইন করি। দর্শকদের সঙ্গে প্রতারণা করতে চাই না।’
অনলাইন গণমাধ্যমে দায়িত্বহীন খবর প্রচারের সমালোচনা করে শাকিব আরো বলেন, ‘যারা গঠনমূলক নিউজ করে আমরা তাদের চিনি, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, কিন্তু ইদানিং ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে অনলাইন। তারা আমাদের কাছ থেকে কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাদের সম্পর্কে নিউজ করে দেয়। এরা কারা? এসব নিউজ দেখার পর কার কাছে এর প্রতিবাদ জানাব, সেটা খুঁজে পাই না। কারণ কারা এসব পোর্টাল চালাচ্ছে সেটাই তো জানি না। তারা বিশ্বস্ত সূত্র, নির্ভরযোগ্য সূত্র ইত্যাদি বলে প্রায়ই মিথ্যা খবর প্রচার করে যাচ্ছে। আমি একজন শিল্পী হিসেবে ওই সব অনলাইন নিউজ পোর্টালের কর্ণধারদের অনুরোধ করব আপনার প্রতিষ্ঠান কী নিউজ করছে, সেটার তদারকি করুন। শিল্পীর কাছ থেকে না জেনে তথাকথিত নির্ভরযোগ্য সূত্র দিয়ে খবর প্রকাশ করবেন না। শিল্পীদের সাথে কথা বলে তারপর খবর প্রকাশ করুন।’
এ সময় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শাকিব খান বলেন, ‘মাননীয় তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। অনলাইন নিউজ পোর্টালের একটি নীতিমালা করা প্রয়োজন এবং তা দ্রুত কার্যকরের পদক্ষেপ নিন। সাধারণ দর্শকদের বিভ্রান্তিকর নিউজ থেকে বাঁচান, এতে আমাদের সম্মানও বাঁচবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন