বিশ্বের অন্যতম সেরা তারকা খেলোয়াড়দের নিয়ে আজ যেসব দল বিপিএলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর একটায়। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
রাজশাহী কিংস এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে রয়েছে। আর খুলনা টাইটান্স ছয়টি ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্যদিকে, ঢাকা ডায়নামাইটস সাত ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। রংপুর রাইডার্স পাঁচ ম্যাচ খেলে দুইটিতে জিতে পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে রয়েছে।
আজ ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটি একটি ‘বিগ ম্যাচ’ হতে যাচ্ছে। দুই দলেই বিশ্বের অন্যতম সেরা তারকা খেলোয়াড় রয়েছে। ঢাকা ডায়নাইটসে এভিন লিউইস, কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, শহীদ আফ্রিদি, সুনিল নারিন, মোহাম্মদ আমিরের মতো তারকা খেলোয়াড়রা রয়েছেন। অন্যদিকে, রংপুর রাইডার্স দলে রয়েছেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককলাম, রবি বোপারা, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গাদের মতো তারকা ক্রিকেটাররা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন