বিশ্বের কেউ যা ভাবতেও পারেনি এমন নতুন একটি বিশ্বরেকর্ড করলেন টাইগার আরাফাত সানি
ক্রিকেট বিশ্বে এমন রেকর্ড হবে বলে ধারনা করেনি কেউ। কিন্তু বাংলাদেশের ক্রিকেটার আরাফাত সানি করেছেন এই রেকর্ড। বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে অসাধারণ এক রেকর্ড গড়লেন রংপুর রাইডার্সের ঘূর্ণি জাদুকর আরাফাত সানি।
বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা টাইটান্সকে ৪৪ রানে অল-আউট করার পথে ৩ উইকেট শিকার করেন তিনি। আর এ উইকেট শিকার করতে কোন রান খরচ করেননি এ স্পিনার। ক্রিকেট বিশ্বের
কেউ এমনটা ভাবতেও পারেনি।
কোন রান খরচ করে তার ৩ উইকেট শিকারের কীর্তিটিই গড়েছে নতুন বিশ্বরেকর্ড। রান না দিয়ে একাধিক উইকেট তুলে নেয়ার কীর্তি আগে অনেক ক্রিকেটার দেখালেও ৩ উইকেট নিয়ে শীর্ষ ক্রিকেটার হিসেবে দিনাকু হেথারাচ্চিকে ছুঁলেন বাঁ-হাতি এই স্পিনার।
২০০৭ সালে কলম্বোর একটি ঘরোয়া টুর্নামেন্টে মাত্র ৫ বল করে কোনো রান খরচ না করে প্রতিপক্ষের তিন উইকেট শিকার করে রেকর্ড গড়েন শ্রীলংকার স্পিনার দিনাকু হেথারাচ্চি। ঠিক তার ৯ বছর পর বিপিএলের চতুর্থ আসরে দারুণ কীর্তি গড়ে রেকর্ডটি দখল করে নিলেন সানি।
হেথারাচ্চি ছাড়াও একাধিক উইকেট তুলে নেয়া বোলারদের মধ্যে রয়েছেন ভারতের সুরেশ রায়না, পাকিস্তানের হাসান রাজা। প্রত্যেকেই এক ওভারের কম বল করলেও এবারই সর্বপ্রথম ২.৪ ওভার বল করে দুই মেডেনসহ এ কীর্তি গড়েছেন আরাফাত সানি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন