বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী হলেও ভারত সামরিকভাবে ততটা শক্তিশালী নয়

উরির ঘটনায় ভারতের ১৮ সৈন্য নিহত হবার পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে চলছে প্রবল উত্তেজনা। এমন প্রেক্ষাপটে ভারতীয় সশস্ত্র বাহিনী নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটেন ভিত্তিক ইকোনমিস্ট। প্রতিবেদনে অনুযায়ী ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী হলেও সামরিকভাবে ততটা শক্তিশালী নয়।
সংখ্যা দিয়ে যতটুকু মনে হয়, ভারত সামরিকভাবে ততটা শক্তিশালী নয়। এটা একটা গোলকধাঁধা। দেশটির অর্থনীতির সাথে পাল্লা দিয়ে তার আন্তর্জাতিক উচ্চাভিলাষ বাড়া এবং তার কৌশলগত অবস্থান উদ্বেগজনক থাকার বিষয়গুলো বিবেচনায় নিলে দেখা যাবে, ভারত প্রমাণ করেছে, সে সত্যিকার অর্থেই সামরিক শক্তি গঠনে ‘‘বিস্ময়করভাবে অসমর্থ’’।
ভারতের সশস্ত্র বাহিনী কাগজে-কলমে ভালোই দেখা যায়। চীনের পর সে-ই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী, বিভিন্ন অঞ্চল ও পরিস্থিতিতে যুদ্ধ করার অভিজ্ঞতাও রয়েছে। ২০১০ সালের পর থেকে সে বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হিসেবে বিরাজ করছে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সব অস্ত্রসম্ভার সে সংগ্রহ করছে। রাশিয়ার যুদ্ধবিমান, ইসরাইলের ক্ষেপণাস্ত্র, আমেরিকার পরিবহন বিমান, ফরাসি সাবমেরিন আছে তার কাছে। রাষ্ট্রায়ত্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলোও বেশ ভালো কিছু জিনিস উৎপাদন করে। বিশেষ করে বলা যায়, জঙ্গিবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্রের কথা। তাছাড়া কোচির শিপইয়ার্ডে তৈরি হচ্ছে ৪০ হাজার টনের বিমানবাহী রণতরী।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন