বিশ্বের নিকৃষ্টতম এয়ারলাইন্সের তালিকায় বাংলাদেশ বিমান
বিশ্বের নিকৃষ্টতম এয়ারলাইন্সের তালিকায় রয়েছে বাংলাদেশ বিমান। এয়ারলাইন্সের পণ্য ও সেবার মান আমলে নিয়ে সম্প্রতি রেটিংয়ের ভিত্তিতে এয়ারলাইন্স কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছে স্কাইট্র্যাক্স। রেটিংয়ের ভিত্তিতে ২১ এয়ারলাইন্সকে সবচেয়ে নিকৃষ্টতম হিসেবে বর্ণনা করে তালিকা প্রকাশ করা হয়েছে। রেটিংয়ে ফাইভস্টার পেয়েছে ৯টি প্রতিষ্ঠান, ৪০টি প্রতিষ্ঠান পেয়েছে ফোরস্টার এবং ১০৭টি এয়ারলাইন্স পেয়েছে থ্রিস্টার।
তবে পণ্য ও সেবার মানের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে ২১টি এয়ারলাইন্স। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে তালিকাটি তুলে ধরা হলো:
১. নাসাউয়ের ‘বাহামাসেইর’
২. বাংলাদেশের ‘বাংলাদেশ বিমান’
৩. সোফিয়ার ‘বুলগেরিয়া এয়ার’
৪. চীনের ‘চায়না ইউনাইটেড এয়ারলাইন্স’
৫. কিউবার ‘কিউবানা এয়ারলাইন্স’
৬. ইরানের ‘ইরান এয়ার’
৭. ইন্দোনেশিয়ার ‘লায়ন এয়ার’
৮. ইরানের ‘মাহান এয়ার’
৯. নেপালের ‘নেপাল এয়ারলাইন্স’
১০. তুরস্কের ‘অনুর এয়ার’
১১. তুরস্কের ‘পেগাসাস এয়ারলাইন্স’
১২. রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ভিত্তিক ‘রোশিয়া এয়ারলাইন্স’
১৩. প্রাগের ‘স্মার্ট উইংস’
১৪. আমেরিকার ফ্লোরিডা ভিত্তিক ‘স্পিরিট এয়ারলাইন্স’
১৫. সুদানের ‘সুদান এয়ারওয়েজ’
১৬. সিরিয়ার ‘সিরিয়ান এয়ার’
১৭. তাজিকিস্তানের ‘তাজিক এয়ার’
১৮. তুর্কেমিনাস্তানের ‘তুর্কেমিনিস্তান এয়ারলাইন্স’
১৯. ইউক্রেনের ‘ইউক্রেইন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’
২০. ইয়েমেনের ‘ইমেনিয়া’
২১. উত্তর কোরিয়ার ‘কোরীয় এয়ার’।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন