বিশ্বের প্রথম ‘বৈদ্যুতিক সড়ক’
এবার সুইডেনে চালু করা হয়েছে ‘বৈদ্যুতিক রাস্তা’। সড়কে আলাদাভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে লেন তৈরি করে বাহন চালানোর এ আইডিয়াটি সারা দুনিয়ায় একেবারেই নতুন।
যেখানে যে কোনো আকারের বাহনকেই বিদ্যুতের মাধ্যমে চালানো যাবে। ট্রাক ও বাস নির্মাতা প্রতিষ্ঠান স্ক্যানিয়ার সঙ্গে মিলে সুইডেন সরকার তৈরি করেছে দুই কিলোমিটারের বিশেষ এ সড়ক।
সুইডেন এ কাজ করছে, কারণ ২০৩০ সালের মধ্যে তারা তেলেচালিত সব যানবাহন রাস্তা থেকে তুলে নিতে চাইছে।
পরিবেশ রক্ষার জন্যই এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, বৈদ্যুতিক রাস্তার জন্য তৈরি করা হয়েছে আলাদা একটি লেন। এ লেন ধরে টানা হয়েছে বৈদ্যুতিক তার। আর যখন এসব তারের সঙ্গে ট্রাক, বাস বা অন্য কোনো বাহনকে যুক্ত করে দেয়া হয়, তখন সেটা সম্পূর্ণভাবে বিদ্যুৎচালিত বাহনে পরিণত হয়।
এর আগে স্বয়ংক্রিয় গাড়ি তৈরির উদ্যোগ নেয় গুগল। অনেকদিন ধরে বিষয়টি নিয়ে গবেষণা করছে গুগল। কিন্তু কিছু কিছু যানবাহনের আকার এত বড় যে, সেগুলোকে সম্পূর্ণভাবে বৈদ্যুতিক গাড়িতে পরিণত করা সম্ভব নয়।
সে কথা মাথায় রেখেই বৈদ্যুতিক সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সুইডেন। বৈদ্যুতিক রাস্তার এ পদ্ধতি কাজে লাগাতে পারলে ভবিষ্যতে গণপরিবহনের ক্ষেত্রে পরিবেশ দূষণ ছাড়াও অধিক পরিমাণে যাত্রী চলাচলের ব্যবস্থা করা যাবে। ওয়েবসাইট।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন