বিশ্বের বৃহত্তম বিমান এয়ারল্যান্ডার-১০ বিধ্বস্ত

বিশ্বের বৃহত্তম এয়ারল্যান্ডার-১০ বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নের সময়ই দুর্ঘটনার কবলে পড়েছে। প্রথম দফায় গত বুধবার পরীক্ষামূলকভাবে কিছুটা শঙ্কা নিয়ে আকাশে উড়াল দিলেও বিপত্তি ঘটে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক উড়াল দিতে গিয়েই।
সাধারণ বৃহত্তম যাত্রীবাহী জেটবিমানের চেয়ে ৫০ ফুট বেশি লম্বা অর্থাৎ ৩০২ ফুট দীর্ঘ এয়ারল্যান্ডারটি আজ বুধবার সকালে যুক্তরাজ্যের কারডিংটন এয়ারফিল্ড ঘাঁটিতে পরীক্ষামূলক উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়।তবে কেউ হতাহত হয়নি।
বিমানের সব ক্রু নিরাপদে রয়েছে।যুক্তরাজ্যের হাইব্রিড এয়ার ভেহিকলসের (এইচএভি) মুখপাত্র বলেছেন, আজ(বুধবার)সকালে দ্বিতীয় দফায় বিমানটির পরীক্ষামূলক উড্ডয়নের সময় আছড়ে পরে, তবে এতে কেউ হতাহতে হয়নি।
রানিংয়ের সময় বিমানটিতে কিছু সমস্যা দেখা দেয় এবং পরে এটি আবার ফেরত আসে।গত সপ্তাহে অর্থাৎ গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের কার্ডিংটন বিমানঘাঁটি থেকে পথম দফায় উড়াল দিয়েছিল এয়ারল্যান্ডার ১০। এর আগের রবিবার এটি প্রথম দফায় উড্ডয়ন করার কথা থাকলেও শেষ পর্যন্ত কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করা হয়।
এ এয়ারল্যান্ডে রয়েছে ১৩ লাখ ঘনফুট হিলিয়াম। জ্বালানি খরচও উড়োজাহাজের চেয়ে কম হবে। কিন্তু প্রচলিত এয়ারশিপের তুলনায় বেশি ওজনসম্পন্ন দ্রব্য বহন করতে পারবে। এয়ারল্যান্ডারটি আকাশে ১৬ হাজার ফুট পর্যন্ত ওপরে উঠে উড়তে পারবে। এটি ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার বেগে উড়তে সক্ষম এবং যাত্রী নিয়ে উড্ডয়ন করলে একটানা পাঁচ দিন আকাশে থাকতে পারবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন