‘বিশ্বের যেকোনো ব্যাটসম্যানকে আউট করা সম্ভব’
তিনি জানেন, তার সামর্থ সম্পর্কে। তাই সহজ-সরলভাবে তা অকপটে বলেও দেন।
তিনি বাংলাদেশের হাসি মুখের সেই ঘাতক।
হ্যাঁ, মুস্তাফিজুর রহমানের কথাই বলা হচ্ছে।
আইপিএলে অসাধারণ বোলিংয়ের খেলার সুবাদে ভারতের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে প্রায়ই ছাপা হচ্ছে মুস্তাফিজুরের সাক্ষাৎকার।
সেখানে কাটার মাস্টারের বোলিং রহস্য জানতে চাওয়া হয়। দেশেও বারবার এ সব প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। উত্তরটাও ছিল কয়েক অক্ষরের, ‘এটি ন্যাচারালি হয়।’
মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারেও উত্তরটা এমনই ছিল, ‘আমি আসলে নিজেও জানি না, এর রহস্য কী? এটি সহজাতভাবেই হয়।’
কাটার বয় বলেন, ‘আমি যখন বল করতাম তখন আমার এক কোচ বলেছিলেন, তুমি কাটার বল ট্রাই করতে পারো। আমি তার কথা মতোই করেছি এবং সেটা খুব ভালোই হয়েছিল। ঠিক তখন থেকেই আমি আরো ভালোভাবে চেষ্টা করেছি এবং এর ফল আপনারা দেখতেই পাচ্ছেন।’
মুস্তাফিজকে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো অনেক গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের উইকেট তুলেছেন, সবচেয়ে প্রিয় ছিল কোনটি? এর মধ্যে কোনো ব্যাটসম্যানকি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছিল?
উত্তরে আছে সেই সরলতাই, ‘আমার আসলে কোনো পছন্দের উইকেট নেই। প্রত্যেকটা উইকেট পেয়েই আমি খুব খুশি হই। তাছাড়া বিশ্বের এমন কোনো ব্যাটসম্যান নেই, যাকে আউট করা আমার পক্ষে অসম্ভব। জানি, আমি যদি আমার সেরাটা দেই তাহলে তাদের প্রত্যেককে আউট করার কোন না কোন পথ খুঁজে পাবই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন