সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্বের যে পাঁচ ক্রিকেটারের নামে শহর রয়েছে, যা আর অন্য ক্রিকেটারের নামে নেই

বিশ্ব ক্রিকেট ইতিহাসে ক্রিকেটারদের নাম নিয়ে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার পরিচয় মিলেছে অনেক ক্ষেত্রেই। কারো কারো নাম নিয়ে আলোচনার কমতি ছিল না।

তাদের কারো নাম মিলে যায় খাবারের সাথে, কারো আবার দীর্ঘকার নাম, কারো নামের সাথে ‍যুক্ত হয়ে আছে তার ব্যক্তিগত বাচনভঙ্গি, কারো তো আবার ক্রিকেট ক্যারিয়ারের চেয়ে নাম নিয়ে বেশি আলোচনা হয়েছে।

ক্রিকেট বিশ্বে এমন কিছু ক্রিকেটার রয়েছেন যাদের নাম আবার বিশ্বের বড় বড় শহরের ‍সাথে মিলে যায়। কিন্তু আজব কথা হচ্ছে এই যে, তাদের নামের সাথে উচ্চারিত শহরের কোন প্রকার যোগসাজোস নেই। আমাদের কণ্ঠস্বরের পাঠকদের জন্য এবার এমনই পাঁচজন ক্রিকেটারকে পরিচয় করিয়ে দব যারা তাদের নাম ভাগাভাগি করে নিয়েছেন বিশ্বের নামকরা শহরের সঙ্গে।

১. হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে) :
হ্যামিল্টন মাসাকাদজা জিম্বাবুয়ে ক্রিকেট দলের হয়ে ৩২টি টেস্ট, ১৭০টি ওয়ানডে এবং ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মাসাকাদজা জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রথম সারির ব্যাটসম্যান। মাসাকাদজা তার নাম নিউজিল্যান্ডের জনপ্রিয় শহর হ্যামিল্টনের সাথে মিলে যায়। এমনকি তার নামে কানাডায় একটি শহরও বিদ্যমান। কিন্তু মজার বিষয় হচ্ছে এই নামের পিছনে তার কোন সম্পৃক্ততা নেই। এছাড়া তারই সহোদর ওয়েলিংটন মাসাকাদজা নিউজিল্যান্ডের আরেক শহরের নামে নিজের নাম শেয়ার করেছেন। কিন্তু শিংগিরাই মাসাকাদজা তাদের তিন ভাইয়ের মধ্যে ব্যতিক্রম, যিনি কোন শহরের সাথে নিজের নাম যুক্ত করেন নি।

২. ভুবেনশ্বর কুমার (ভারত) :
ভারতের হয়ে সব ধরনের ক্রিকেটে খেলেছেন ভুবেনশ্বর কুমার। ভারতের হয়ে যেকোন ফরম্যাটে সেরা ইকোনোমি রেটের বোলারের মধ্যে ভুবেনশ্বর কুমার অন্যতম। চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানের সাথে জুটি বেধে বোলিং কারিশমা দেখিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে আইপিএল ট্রফি ঘরে তুলতে সাহায্য করেন ভুবেনশ্বর কুমার। ভারতের উরিষ্যা প্রদেশের রাজধানী ‘ভুবেনশ্বর’ তার নামের সাথে মিলে যায়।

৩. সিডনি বার্ন্স (ইংল্যান্ড) :
ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সিডনি ফ্রান্সিস বার্ন্স ১৯৬৭ সালে ৯৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার সময়ে বার্ন্স সেরা ভয়ঙ্কর বোলার ছিলেন। তার ক্রিকেট ক্যারিয়ারে ২৭টি টেস্ট ম্যাচ খেলেন। ৫০ ইনিংসে বল হাতে মাত্র ১৬.৪৩ গড়ে ১৮৯টি উইকেট নিজের নামের পাশে যোগ করেন। যেখানে ২৪ বার ৫ এর অধিক উইকেট নেন। যদিও অনেক খেলোয়াড়ের নামের সাথে সিডনি নামটি যুক্ত আছে। কিন্তু সিডনি বার্ন্সের রেকর্ড সমতুল্য কেউ নেই। সিডনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালসের রাজধানী।

৪. চার্লস কভেন্ট্রি (জিম্বাবুয়ে) :
চার্লস কভেন্ট্রি জিম্বাবুয়ের হয়ে ২টি টেস্ট, ৩৯টি ওয়ানডে এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার ওয়ানডেতে অপরাজিত ১৯৪ রান সেরা ইনিংসের মধ্যে একটি। যেটা আলোচনায় ছিল অনেকদিন। এক সময়ে ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল এটি। জিম্বাবুয়ের এই ক্রিকেটারের নামের সাথে ইংল্যান্ডের শহর কভেন্ট্রি এর নাম মিলে যায়। কভেন্ট্রি ইংল্যান্ডের নবম বড় শহরের মধ্যে একটি। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেটার এবং ইংল্যান্ডের শহরের পার্থক্য পেট-পিঠ।

৫. জোয়েল স্যামুয়েল প্যারিস (অস্ট্রেলিয়া) :
ভারতের বিপক্ষে ২০১৬ সালের জানুয়ারিতে ২৪ বছর বয়সী জোয়েল স্যামুয়েল প্যারিস- এর অভিষেক হয়। যদিও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে তিনি আহামরি তেমন কিছু করতে পারেননি, তবুও কিছু ম্যাচের পার্ফমেন্সের ভিত্তিতে তাকে দলে নেওয়া হয়। কিন্তু জাতীয় দলের হয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় দুই ম্যাচ পরেই দল থেকে ছিটকে পড়েন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার।

জোয়েল স্যামুয়েল প্যারিস নিজের নামের প্রতি কিছু যোগ করতে না পারলেও আলোচিত হয়েছেন নামের কারণে। কেননা ফ্রান্সের রাজধানী প্যারিসের সাথে তার নামের মিল রয়েছে। প্যারিস শহরকে পৃথিবীর ফ্যাশন রাজধানীও বলা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি