বিশ্বের সবচেয়ে ধনী পাঁচ কিশোর-কিশোরী
তাদের বয়স এখনো কুড়ি হয়নি, কিন্তু সম্পত্তির দাম ছাড়িয়ে গেছে ১০ লাখ ডলার৷ বিশ্বের সবচেয়ে ধনী কিশোর-কিশোরী তারা৷ এমন পাঁচজন বড়লোক টিনএজারের কথা জানানো হলো৷
১। নিক ডি’আলোয়িসিয়ো
১৯৯৫ সালের ১ নভেম্বর লন্ডনে জন্ম নেন নিক ডি’আলোয়িসিয়ো। তিনি একজন প্রোগ্রামার। বয়স এখনো ২০ বছরও হয়নি৷ এ বয়সেই তিনি ৩০ মিলিয়ন ডলার মূল্যমানের সম্পত্তির মালিক হয়েছেন৷
ঘরে বসে নিক তৈরি করেন ‘সামলি’ নামের এক অ্যাপ, যা চড়াদামে কিনে নেয় ইয়াহু৷ ২০১৪ সালে অ্যাপল ডিজাইন অ্যাওয়ার্ডও জয় করেন তিনি।
২। অ্যাবিগেইল ব্রেসলিন
যুক্তরাষ্ট্রের অভিনেত্রী অ্যাবিগেইল ব্রেসলিন ১৯৯৬ সালের ১৪ এপ্রিল নিউইয়র্কে জন্ম গ্রহণ করেন৷ অভিনয়ের সূত্রেই খুব কম বয়সে তারকাখ্যাতি অর্জন এবং অর্থ উপার্জন শুরু করেন৷
মাত্র ৬ বছর বয়সে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রেসলিন৷ বয়স ১৯ হতে এখনো কয়েক দিন বাকি, কিন্তু এরই মাঝে ১২ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হয়ে গেছেন। জম্বিল্যান্ড এবং দ্য কল চলচ্চিত্রের জন্য তারকাখ্যাতি পান হলিউডের এই অভিনেত্রী৷
৩। জাডেন স্মিথ
হলিউড তারকা উইল স্মিথের পুত্র জাডেন স্মিথ। তার জন্ম ১৯৯৮ সালের ৮ জুলাই৷ একাধারে ব়্যাপার, অভিনেতা এবং ডান্সার হিসেবে খ্যাতি পেলেও অভিনয়ই তার মূল পেশা৷
দ্য পারস্যুট অফ হ্যাপিনেস এবং দ্য কারাটে কিড খ্যাত এই অভিনেতার নিজস্ব সম্পত্তির বাজার মূল্য এখন ৮ মিলিয়ন ডলার৷
৪। ক্লোয়ি গ্রেস মরেৎস
ক্লোয়ি গ্রেস মরেৎস-এর জন্ম আটলান্টায়, ১৯৯৭ সালের ১০ ফেব্রুয়ারি৷ কিক অ্যাস ছবিতে মিন্ডি চরিত্রে এবং ইফ আই স্টে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে খুব কম বয়সেই খ্যাতির আকাশে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কিশোরী৷ তার সম্পত্তির দামও ৮ মিলিয়ন ডলার৷
৫। এলে ফ্যানিং
তার জন্ম ১৯৯৮ সালের ৯ এপ্রিল, যুক্তরাষ্টের জর্জিয়াতে৷ তিনিও অভিনেত্রী৷ অভিনয় সূত্রে ৫ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হয়ে সবচেয়ে ধনী টিনএজারদের তালিকায় নিজের বোন ডাকোটা ফ্যানিংকে পেছনে ফেলেছেন তিনি৷ অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত মেলফিসেন্ট এবং কমেডি মুভি ড্যাডি ডে দেখলেই বুঝতে পারবেন এলে ফ্যানিং অভিনেত্রী হিসেবে কেমন৷ সূত্র: ডিডাব্লিউ
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন