বিশ্বে সুখী মানুষের হার কমেছে!

বিশ্বে সুখী মানুষের সংখ্যা ৪ শতাংশ কমেছে। ২০১৪ সালে বিশ্বব্যাপী সুখী দাবি করা মানুষের সংখ্যা ছিল ৭০ শতাংশ। চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ৬৬ শতাংশ। আর কমে যাওয়া সুখী মানুষের বিশ্বে ২০১৫ সালে সুখীর হার সবচেয়ে বেশি ছিল কলম্বিয়ায়, ৮৫ শতাংশ। আর এই তালিকায় বাংলাদেশের সুখী মানুষের হার ৬২ শতাংশ।
সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওয়াইড ইনডিপেনডেন্ট নেটওয়ার্ক অব মার্কেট রিসার্চ এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গালাপ ইন্টারন্যালনালের সমীক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে সুখের চিত্র উঠে এসেছে।
২০১৫ সুখী মানুষের হারে কলম্বিয়ার পর শীর্ষ ১০-এ থাকা দেশগুলো হলো ফিজি (৮২%), সৌদি আরব (৮২%), আজারইবাইজান (৮১%), ভিয়েতনাম (৮০%), আর্জেন্টিনা(৭৯%), পানামা (৭৯%), মেক্সিকো (৭৬%), ইকুয়েডর (৭৫%) এবং চীন ও আইসল্যান্ড (৭৪%)
সুখী মানুষের হার সবচেয়ে কম যুদ্ধবিদ্ধস্ত ইরাকে। সেখানে সুখী মানুষের হার হিসাব করলে হয় ঋণাত্বকে ১২ শতাংশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন