বিশ্ব র্যাংকিংয়ে পতনের মুখে অস্ট্রেলিয়া
বিশ্ব টেস্ট র্যাংকিংয়ে সেদিনও ছিল তারা এক নম্বরে। স্টিভেন স্মিথের হাত ছিল টেস্টের রাজদণ্ড। কিন্তু টানা ৫ টেস্টে হার বিশ্ব র্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে ভয়াবহ পতনের মুখে এনে দাঁড় করিয়েছে। এখন ৩ নম্বরে তারা। দক্ষিণ আফ্রিকার কাছে অ্যাডিলেডে তৃতীয় টেস্টও হারলে চলে যেতে পারে ৫ নম্বরে।
পার্থের প্রথম টেস্টে বড় হার। হোবার্টে মঙ্গলবার তো আরো লজ্জা। ইনিংস ব্যবধানে হার। ৩২ রানে শেষ ৮ উইকেট হারিয়ে। প্রথম ইনিংসে ছিল ৮৫ রানে অল আউট হওয়ার শরম। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার টার্গেট এখন তাদের।
এই পরিস্থিতিতে ২০১৩ সালের পর প্রথমবারের মতো বিশ্ব র্যাংকিংয়ের ৪ এর বাইরে ছিটকে পড়ার হুমকিতে অস্ট্রেলিয়া। ২৪ নভেম্বর শুরু শেষ টেস্টটি দিবারাত্রির। তিন টেস্টের সিরিজ শেষ হলে অস্ট্রেলিয়াকে তাদের ৩ নম্বর জায়গা ছেড়ে দিতে হবে ইংল্যান্ডকে। আর গোলাপি বলের টেস্ট হারলেও স্মিথের দল চলে যাবে ৫ নম্বরে।
২০১৩ সালে ভারতে ৪-০ তে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। সেবার শেষবার তারা র্যাংকিংয়ে ৪ এর বাইরে ছিটকে পড়েছিল। তবে ২০১৪ সালের মার্চে তারা ১ নম্বরে ফিরে আসে। ২০১৩-১৪ অ্যাশেজের পর দক্ষিণ আফ্রিকাকে অ্যাওয়ে সিরিজে হারিয়ে সেবার ফিরেছিল তারা। এই বছরের ফেব্রুয়ারিতেই অধিনায়ক হিসেব প্রথমবারের মতো আইসিসির শ্রেষ্ঠত্বের দণ্ড হাতে পান স্মিথ। কিন্তু আগস্টে শ্রীলঙ্কার কাছে শ্রীলঙ্কায় ৩-০ তে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারত ও পাকিস্তান তাদের ওপরে চলে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন