বিশ্রাম তো নয়ই, ঢাকায় ফিরেই শুটিং করবেন সুপারস্টার শাকিব খান

কলকাতা এবং আসামে বেশ কয়েকটি স্টেজ শোতে অংশ নিয়েছিলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। সেগুলো সফলভাবে শেষ করে আজ দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছেন তাঁর। তবে ফিরে কোনো বিশ্রাম তো নয়ই, বরং সরাসরি শুটিংয়ে যোগ দেবেন তিনি। শাকিবের নতুন ছবি ‘অহংকার’-এর পরিচালক শাহাদাত হোসেন লিটন এই তথ্য জানিয়েছেন।
এ প্রসঙ্গে লিটন বলেন, ‘শাকিব খান গত ২৮ তারিখ (২৮ জানুয়ারি) আমার ছবির শুটিং করে রাতে ভারত গিয়েছিলেন। সেখানে তিনি দুটি স্টেজ শোতে অংশ নেন। ২৯ জানুয়ারি আসাম এবং ৩০ জানুয়ারি কলকাতায় শো করেছেন। আজ দুপুর ৩টায় শাকিব খান ঢাকায় ফিরবেন। তিনি সরাসরি শুটিং স্পটে চলে আসবেন। আমরা সকাল থেকেই কিছু কাজ করছি। এমন বেশ কিছু কাজ আছে, যেখানে তাঁর অংশ নেই—সেই কাজগুলো আগে শেষ করেছি।’
কোথায় শুটিং হবে জানতে চাইলে তিনি বলেন, ‘উত্তরায় তিনশ ফিট এলাকার একটি হাসপাতালে শুটিং করছি। ছবির গল্পে এমন আছে যে শাকিব খান তাঁর বোনকে দেখতে হাসপাতালে এসেছেন, এখানকার সিক্যুয়েন্সটি এ রকম হবে। ওনার সঙ্গে নায়িক বুবলীও অংশ নেবেন।’
‘অহংকার’ ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করছেন শাকিব খান ও শবনম বুবলী। ছবির গল্প লিখছেন আবদুল্লাহ জহির বাবু। গত ঈদে ‘বসগিরি’ ও ‘শুটার’ দুই ছবিতে নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে বুবলীর রুপালি পর্দায় অভিষেক হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন