বিসিএলে খেলার সুযোগ পেলেন রবি পেসার হান্টে ঝড় তোলা সেই ইবাদত

জাতীয় লীগের পর এবার বাংলাদেশ ক্রিকেট লীগেও (বিসিএল) খেলার সুযোগ পেলেন বাংলাদেশের উঠতি তারকা ইবাদত হোসেন।
এবারের বিসিএলে সিলেটের ইবাদত খেলবেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে। চলতি মাসের ২৮ তারিখ থেকে শুরু হবে বিসিএলের পঞ্চম আসর।
আর আগামী মাসের শুরুর দিকেই একটি মাত্র টেস্ট খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সুতরাং ভারত সফরের দলে অন্তর্ভুক্ত ক্রিকেটাররা বিসিএলে খেলতে পারছেন না।
এর আগে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রাজশাহী কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল ইবাদতের।
কিন্তু ইনজুরির কারণে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। এরপর অবশ্য ফিট হয়ে ডেভেলপম্যান্ট প্রোগ্রামের অংশ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ক্যাম্প করার সুযোগ পেয়েছিলেন।
উল্লেখ্য, ইবাদত ছাড়াও ডেভেলপম্যান্ট প্রোগ্রামে থাকা আরেক ক্রিকেটার মেহেদি মারুফও ইস্ট জোনের হয়ে খেলবেন।
ইস্ট জোনের ১৫ সদস্যের স্কোয়াড:
অলোক কাপালি (অধিনায়ক), ইয়াসির আলী, মেহেদি মারুফ, মোহাম্মদ সাইফু্দ্দিন, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী, তাসামুল হক, আবুল হাসান রাজু, সাদমান ইসলাম, সাকলাইন সজীব, ইরফান শুক্কুর, লিটন কুমার দাস, জাকির হাসান, শাহানুর রহমান, রাহাতুল ফেরদৌস।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন