বিসিএলে চার-ছক্কার ঝলকে ৫৫ রান করলেন নাসির

ঘোষিত স্কোরে না থাকায় বাংলাদেশ দলের সঙ্গে ভারত সফরে যাননি টাইগার দলের ফিনিশার খ্যাত অলরাউন্ডার নাসির হোসেন।
তবে জাতীয় দলে না থাকলেও নিজের অনুশীলন চালিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) হয়ে খেলছেন নাসির।
আজ (শনিবার) বিসিএলে নর্থ জোনের হয়ে খেলেছেন তিনি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বিপক্ষে ব্যাট করছে নর্থ জোন।
দিনের শুরুতেই বল হাতে সফলতার দেখা পায় সেন্ট্রাল জোনের বোলাররা। বিসিএলের দ্বিতীয় রাউন্ডের শুরুতেই স্বরূপে চ্যাম্পিয়নরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নাসিরের নর্থ জোন। দ্বিতীয় ওভারেই উইকেট পায় সেন্ট্রাল জোন।
এরপর জুনায়েদ সিদ্দীকের ব্যাটে প্রতিরোধ গড়ে তুলে বিসিবি একাদশ। চা-বিরতিতে ৩ উইকেট হারিয়ে বিসিবির সংগ্রহ ১৮৪ রান। সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থেকে জুনায়েদ সিদ্দীক বিরতিতে যায়।
তার সঙ্গে নাসির হোসেন ৪১ রানে অপরাজিত থেকেও পরে চার-ছক্কার ঝলকে ৫৫ রান করেই উইকেটরক্ষক নূরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। ৭৬ বলে ৬টি চার এবং ১টি ছক্কায় ৫৫ রানের এ ইনিংসটি সাজায় নাসির।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন