বিসিএলে শাহরিয়ার নাফীসের ডাবল সেঞ্চুরি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন শ্রীলঙ্কা সফরে ব্যস্ত। গলে খেলছে সিরিজের প্রথম টেস্ট। হাজার মাইল দূরে জাতীয় দল খুব একটা সাফল্য না পেলেও, ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রানের বন্যা বইছে ক্রিকেটারদের ব্যাটে।
আগের দিন ডাবল সেঞ্চুরি করেছিলেন জাতীয় দলের বাইরে থাকা তুষার ইমরান। তাঁকে দেখে এবার যেন অনুপ্রাণিত হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফীস। বিসিএলে দারুণ একটি ডাবল সেঞ্চুরি করেছেন দক্ষিণাঞ্চলের এই টপ অর্ডার ব্যাটসম্যান।
আগের দিনের ১৭০ রান নিয়ে আজ মঙ্গলবার ব্যাটিংয়ে নামেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান। অপরাজিত ২০৭ রান করে দলের বিশাল সংগ্রহ গড়তে মূল ভূমিকা রাখেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। আসরে এর আগে খুব একটা সাফল্য না পেলেও শাহরিয়ার শেষ রাউন্ডে এসে জ্বলে উঠেছেন।
এদিন আট উইকেট হারিয়ে ৭৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণাঞ্চল। তাদের রানের পাহাড়ের জবাবে তিন উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছে মধ্যাঞ্চল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন